কলকাতা ১১.৪, মরশুমের শীতলতম দিন! রাজ্যের ৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি – News18 বাংলা

কলকাতা নিউজ
জাঁকিয়ে শীত কলকাতায়৷ Photo-File

  • Share this:

#কলকাতা: মরসুমের শীতলতম দিন আজ কলকাতায়। একধাক্কায় তাপমাত্রা নেমে গেল ৪ ডিগ্রি৷ আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস৷

কলকাতায় জাঁকিয়ে শীতের সঙ্গেই গোটা রাজ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের ৬ জেলা ঠান্ডায় জবুথবু। জাঁকিয়ে শীতের পরিস্থিতি কলকাতা সহ গোটা রাজ্যে। মঙ্গলবারও এই পরিস্থিতি বজায় থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবার থেকে  তাপমাত্রা সামান্য বাড়লেও ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। জাঁকিয়ে শীতের পরিস্থিতিতেই বড়দিনের উৎসব উপভোগ করা যাবে।

কলকাতায় মেঘমুক্ত আকাশ। আবহাওয়াবিদদের অনুমান সত্যি করে ১২ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

রবিবার থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছিল রাজ্যে। রবিবার পশ্চিমের জেলাগুলির সাথে সোমবার আরও বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পাশের রাজ্য বিহারে শৈত্যপ্রবাহ চলছে। বিহারের কোনও কোনও এলাকায় চরম শৈত্যপ্রবাহের সর্তকতা। শৈত্যপ্রবাহ চলছে উত্তরপ্রদেশেও।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে জম্মু-কাশ্মীরে । আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে৷ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা বাড়বে মহারাষ্ট্র, গুজরাটের মতো পশ্চিমের রাজ্যগুলিতেও। তবে আগামী কয়েকদিন পূর্ব উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।ঘন কুয়াশা হতে পারে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়৷ মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি থাকতে পারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আগামী কয়েক দিনে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

আগামী দু’ দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে বিহার, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।প্রদেশ জম্মু-কাশ্মীর মুজাফফরপুর উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশে গ্রাউন্ড ফ্রস্ট এর পরিস্থিতি৷

Biswajit Saha

Published by:
Debamoy Ghosh

First published:
December 21, 2020, 9:19 AM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-experiences-the-coldest-day-of-the-season-dmg-538533.html