৭ ডিসেম্বর সোনার দাম কোথায় দাঁড়াল! কলকাতার দর নিয়ে একনজরে কিছু তথ্য – Oneindia Bengali

কলকাতা নিউজ

সোমবার ৭ ডিসেম্বর সোনার দাম

সোমবার সোনার দাম ভারতের ঘরোয়া বাজারে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৯,২৭১ টাকা। ফলে, দেখা যাচ্ছে ১০ গ্রামে ০.১৫ শতাংশ বেড়েছে। সোনার দাম ৭ ডিসেম্বর সোনার দাম বাড়লেও, তা ওখনও ৫০ হাজারের অঙ্কের নিচে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে ০.২ শতাংশ আজ কমেছে। ফলে ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,৬৮৪ টাকা। প্রসঙ্গত, করোনা ভাইরাসের টিকার ওপর এই দামের গতি বছরের শেষের দিকে প্রবল উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায় এদিন ২২ ক্যারেটে ছিল ৪৭৫৫০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫০,৬৫০ টাকা। ফলে সোনার দাম বিয়ের মরশুমে আপাতত ৫৩ হাজারের গন্ডি থেকে ২৪ ক্যারেটে অনেকটাই কম। স্পট গোল্ড এদিন এক আউন্সে ১৮৩৭ টাকায় পৌঁছেছে।

দেশের অন্যান্য শহরে সোনার দাম

দেশের অন্যান্য শহরে সোনার দাম

দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৩৪০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০, ৭৭০ টাকা রয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে রয়েছে ৪৮, ২৫০ টাকা, শহরে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯, ৩৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,০৭০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়াচ্ছে ৫২,৬৬০ টাকা।

(তথ্য়সূত্র গুড রিটার্নস)

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/gold-price-in-india-today-on-7-december-2020-know-kolkata-s-rate-in-bengali-117719.html