ফার্স্ট শো হাউসফুল, প্রথম দিনেই মেগাহিট দুয়ারে সরকার,কলকাতা থেকে জেলা ব্যাপক সাড়া – News18 বাংলা

কলকাতা নিউজ

  • Share this:

#কলকাতা: ফার্স্ট শো হাউসফুল। শুরুর দিনেই মেগাহিট ‘দুয়ারে সরকার’। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২১-র বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোকটা খেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতা থেকে শহরতলি কিংবা প্রান্তিক জেলার প্রত‍্যন্ত ব্লক। রাজ্যের সর্বত্র ‘দুয়ারে সরকার’ ঘিরে মানুষের মধ‍্যে ব্যাপক সাড়া।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানান,”দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুয়ারে সরকারে ১.১৮ লক্ষ মানুষের অনুরোধ নথিভূক্ত হয়েছে।” দুয়ারে সরকারের প্রথম দিনের সাফল্যে উচ্ছ্বসিত শাসক দলের নেতা, কর্মী, মন্ত্রীরাও।

কলকাতার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ৬৮ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই ‘দুয়ারে সরকার’ পরিষেবা পেতে মানুষের লম্বা লাইন। খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জহর সহ রাজ‍্য সরকারের ১১টি স্কিমের পরিষেবা এখানে মিললেও সাধারণ মানুষের মধ্যে সবথেকে বেশি চাহিদা ছিল স্বাস্থ্য সাথী প্রকল্পের। পুর এলাকায় সম্পত্তির মিউটেশন ও কর সংক্রান্ত পরিষেবাও যুক্ত করা হয়েছিল এদিনের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে।

 স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায় ও কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ কুমার ও বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে ৬৮ নম্বর ওয়ার্ডে ‘দুয়ারে সরকার’ পরিষেবা শুরু করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

সুব্রত বাবু বলেন,”এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নজির তৈরি করলেন।” বিরোধীদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন,”নির্বাচনের আগে মানুষের মন জেতার জন্য নয়, বর্তমান পরিস্থিতির কথা ভেবেই ‘দুয়ারে সরকার’ পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষ এই প্রকল্প সাদরে গ্রহণ করেছে।”

PARADIP GHOSH

Published by:
Debalina Datta

First published:
December 2, 2020, 3:25 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/douare-sarkar-programme-is-getting-popularity-from-very-first-day-dd-531625.html