এবার বাজারে বিনামূল্যে করোনা টেস্ট করবে কলকাতা পুরসভা – Kolkata24x7

কলকাতা নিউজ

কলকাতা: শহরের অনেকেই উপসর্গহীন করোনা আক্রান্ত৷ এদের থেকেই ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ৷ বিশেষ করে বাজারগুলি থেকে৷ তাই এবার পুর এলাকার বাজারের বিক্রেতাদের বিনামূল্যে করোনা টেস্ট করবে পুরসভা৷ নিউমার্কেট এলাকায় রক্সি সিনেমা হলের ওপরে করোনা নির্ণায়ক পরীক্ষাকেন্দ্র তৈরি করেছে পুরসভা৷

কিছুদিন আগেই একটি বাজারে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে উপসর্গহীন করোনা আক্রান্তে খোঁজ মিলেছে৷ তারপরই পুরসভায় একটি বৈঠকে সিদ্ধান্ত হয় পুর এলাকার সব বাজারে ধারাবাহিকভাবে অ্যান্টিজেন টেস্ট করা হবে৷ এতে সংক্রমণ কিছুটা ঠেকানো যাবে বলে মনে করছে পুরসভা৷

কলকাতা পুরসভার অন্তর্গত ৪৭ টি বাজার রয়েছে৷ জানা গিয়েছে, চেতলা হাট,হরিসাহার হাট,পাতিপুকুর পাইকারি মাছ বাজার সহ বেশ কয়েকটি বাজারে সংক্রমণ ধরা পড়ে৷ যার জেরে কিছুদিন ওই বাজার বন্ধ রাখা হয়েছিল৷

এবার প্রতিটি বাজার এলাকায় প্রতিদিন ৬০ থেকে ১০০ জন বিক্রেতার বিনামূল্যে করোনা পরীক্ষা করবে পুরসভা৷ এমনটাই পুরসভা সূত্রে জানা গিয়েছে৷

পুরসভার উদ্যোগে চেতলায় প্রথম র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়৷ সেখানে প্রথম দফায় ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ মাত্র ৩০ মিনিটে তারা করোনা রিপোর্ট জানতে পেরেছিল৷ তখন জানা গিয়েছিল, চেতলায় প্রথম দফায় যে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তাদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত৷ বলা যায় প্রতি ১০ জনের মধ্যে একজন ছিল করোনা আক্রান্ত৷ নমুনা পরীক্ষার পাশাপাশি অক্সিমিটারের মাধ্যমে বাসিন্দাদের অক্সিজেন ও পালস রেটও চেক করা হয়েছিল৷

কিছুদিন আগে পাতিপুকুরের পাইকারি মাছ বাজারে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়৷ সেখানে ৩০ মিনিটেই ৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল৷

বাজারের ক্রেতা -বিক্রেতা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ আক্রান্তদের মধ্যে ২ জনের করোনার উপসর্গ ছিল৷ আর ৩ জনের উপসর্গ ছিল না৷

পাতিপুকুর মাছ বাজারে ক্রেতা-বিক্রেতা মিলিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষের ভিড় হয়৷ এই পাইকারি বাজারে রয়েছে ১৩০টি আড়ত্‍দার৷ এক সময় করোনা সংক্রমণ ঠেকাতে কিছুদিনের জন্য এই বাজার বন্ধ রাখা হয়েছিল৷

অন্যদিকে বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতাতেই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৭ জনে৷ সোমবার ছিল ২৩ জনে৷ ওটাই ছিল একদিনে কলকাতার সর্বোচ্চ মৃতের সংখ্যা৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১২১ জনের৷

এছাড়া কলকাতাতে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন৷ মঙ্গলবার ছিল ৬০০ জন৷ সোমবার ছিল ৫৪৮ জন৷ তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজার ১৩৩ জন৷

তথ্য অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের বেড়েছে৷ গত ২৪ ঘন্টায় ৫০ জন বেড়ে মোট সংখ্যাটা হল ৬,৪২১ জন৷ মঙ্গলবার ছিল ৬,৩৭১ জন৷ সোমবার ছিল ৬,৪২৪ জন৷ রবিবার ছিল ৬,৫১৭ জন৷

একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬০৫ জন৷ মঙ্গলবার ছিল ৬৩৬ জন৷ সোমবার ছিল ৬১৮ জন৷ তবে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৬ হাজারের বেশি৷ তথ্য অনুযায়ী, ২৬ হাজার ৫৯১ জন৷

প্রশ্ন অনেক: পঞ্চম পর্ব

নেপোটিজম কী শুধুই ফিল্ম দুনিয়ায়?

[embedded content]

Source: https://www.kolkata24x7.com/corona-test-at-market/