ঢাকা–কলকাতা লড়াইয়ে আবাহনীর চোখ জয়ে – প্রথম আলো

কলকাতা নিউজ

১৯ এপ্রিল কলকাতা মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। যদিও আজ আবাহনীর সঙ্গী হচ্ছেন দরিয়েলতনও। কিন্তু তাঁকে পাওয়ার আশা খুব একটা করছেন না কোচ মারিও লেমোস। অনুশীলন শেষে লেমোস সেটাই বললেন, ‌‘দরিয়েলতন দলের সঙ্গে যাচ্ছে ঠিকই। তবে ওকে ম্যাচে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

আবাহনী অবশ্য বিকল্প হিসেবে স্বাধীনতা ক্রীড়া সংঘের স্ট্রাইকার নেদোকে দলে নিয়েছে। নেদো বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালোই খেলেছেন প্রথম পর্বে। ফলে তাঁর কাছে একটু বেশিই প্রত্যাশা আকাশি–নীলের। অনুশীলন শেষে নেদোও বললেন, ‘আবাহনী আমাকে অনেক আশা নিয়ে এএফসি কাপে দলভুক্ত করেছে। তাদের সেই আস্থার প্রতিদান দিতে চেষ্টা করব।’

দলে নতুন অতিথির মুখে যখন ভালো কিছু করার প্রতিশ্রুতি, পুরোনো সৈনিকেরা উজ্জ্বীবিত হয়ে জানপ্রাণ লড়াই করতে প্রস্তুত। কোচিং স্টাফের সদস্য প্রাণতোষ কুমার যেমন বললেন, ‘মোহনবাগানেরর সঙ্গে মর্যাদার ম্যাচ আমাদের। এই ম্যাচে আমরা জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’

Source: https://www.prothomalo.com/sports/football/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B2%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96-%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%87