`ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া করোনা টেস্ট নয়`, নয়া নির্দেশ কলকাতা পুরসভার – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন : করোনা পরীক্ষা করাতে গেলে লাগবে ডাক্তারের প্রেসক্রিপশন। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও কোভিড টেস্ট নয়। নয়া বিধি কলকাতা পুরসভার। এখন থেকে এই প্রোটোকল মেনেই কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে টেস্টিং হবে। পুরসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

প্রসঙ্গত, সারা রাজ্যের মধ্যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। আজও নতুন করে ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুরসভার কাছে খবর আসে। আনলক পর্বের দ্বিতীয় দিনেই রাজ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার পেরিয়ে গিয়েছে।

এরমধ্যে কলকাতার গ্রাফ-ই সবচেয়ে ঊর্ধ্বমুখী। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৩০০।  তার মধ্যে প্রাণ হারিয়েছেন ১৭০ জন। কো-মরবিডিটির কারণে প্রাণ হারিয়েছেন ৫২ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০০০-এর উপরে। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭০ জন। 

আরও পড়ুন, ১৯টির মধ্যে মাত্র ৪টি আসল! ভুয়ো কার্ড নিয়ে রেশন তোলার সময় হাতেনাতে ধৃত বিজেপি নেতা

Source: https://zeenews.india.com/bengali/kolkata/no-covid-test-without-doctors-prescription-the-new-kmc-protocol_318890.html