কলকাতায় মুষলধারে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়াও – Indian Express Bangla

কলকাতা নিউজ

মুষলধারে বৃষ্টি কলকাতায়। বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলাতেও। কয়েকঘণ্টার মধ্য়ে কলকাতা, জেলার কোথাও কোথাও বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

ক্য়ালেন্ডারে জুন মাস, মানেই বর্ষার আগমন। নিয়ম মেনে ১ জুন কেরলে বর্ষা ঢুকেছে। বাংলায় কবে আসবে বর্ষা? এ ব্য়াপারে দিনক্ষণ আগাম না জানালেও আগামী কয়েকদিনে কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: বুধবার দুপুরেই আছড়ে পড়বে ‘নিসর্গ’, জারি লাল সতর্কতা

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ওই এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the West-bengal News in Bangla by following us on Twitter and Facebook

Source: https://bengali.indianexpress.com/west-bengal/west-bengal-rain-forecast-weather-latest-update-kolkata-227439/