ঐতিহ্যশালী বাড়ি রক্ষায় পথে নামছেন কলকাতা-প্রেমীরা – এই সময়

কলকাতা নিউজ

ঐতিহ্যশালী বাড়ি রক্ষায় পথে নামছেন কলকাতা-প্রেমীরা

এই সময়: যে বাড়ি শুধু কলকাতা নয়, গোটা দেশে নারীর ক্ষমতায়নের পীঠস্থান হতে পারত, সেই বাড়িই সবার অলক্ষ্যে যাতে মাটিতে মিশে যেতে না-পারে, তার জন্যই পথে নামছে কলকাতার পুরোনো ইতিহাস ও ঐতিহ্য রক্ষার জন্য কর্মরত সংগঠন ‘পুরোনো কলকাতার গল্প’। বিধান সরণির সিমলা-সংলগ্ন যে ভগ্নপ্রায় প্রাসাদে একসময় টানা কয়েক বছর বাসবাস করেছেন এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী দেবী, যে বাড়িতে পড়তে আসতেন স্বয়ং রবি ঠাকুর – সেই প্রাসাদকে শুধুমাত্র রক্ষা করাই নয়, একই সঙ্গে তার ভুলে যাওয়া অতীত ফের সবার সামনে তুলে ধরতেই উদ্যোগী এই সংগঠন।

ঝুরঝুরে বাড়িটার শুধু যে ভবিষ্যৎ অনিশ্চিত তা-ই নয়, অতীতও একই রকম ধোঁয়াটে হয়ে রয়েছে। ১৮০ বছর আগে আজকের বিধান সরণির উপরে তৈরি প্রাসাদটা স্থানীয় মানুষদের কাছে আজও ‘লাহাবাড়ি’ নামে পরিচিত। কিন্তু এই বাড়ি কী ভাবে লাহা পরিবারের হাত থেকে বেরিয়ে গেল সে কথা আজ আর মনে নেই সিমলার লাহা পরিবারের। এই পরিবারের জয়নারায়ণ লাহা বলছেন, ‘এই বাড়ি একটা সময় আমার পূর্বপুরুষদের ছিল। প্রায় তিন-চার পুরুষ আগে শরিকি ভাগ-বাঁটোয়ারায় বাড়ি হাতছাড়া হয়। কী ভাবে এবং কার হাতে এই বাড়ি চলে যায়, সেটা আমি জানি না।’

ভুলে যাওয়া এই ইতিহাসই খুঁজে বের করতে তৎপর হয়েছে কলকাতার পুরোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে গবেষণাকারীদের সংগঠন ‘পুরোনো কলকাতার গল্প’। এই সংগঠনের পক্ষ থেকে অধ্যাপিকা স্বর্ণালী চট্টোপাধ্যায় বলছেন, ‘যে বাড়ি থেকে কাদম্বিনী দেবী বিলেতে পাড়ি দিলেন এবং এডিনবরা, ডাবলিন এবং গ্লাসগো থেকে ডিগ্রি নিয়ে এলেন, সেই বাড়ি গোটা দেশে নারীর ক্ষমতায়নের পীঠস্থান হওয়া উচিত ছিল। কিন্তু এই বাড়ির ইতিহাসই আমরা ভুলে গিয়েছি।’

এই সংগঠনেরই অন্য সদস্য জয়ন্ত সেন বলছেন, ‘এই সপ্তাহেই অন্তত পুরোনো কলকাতা নিয়ে আগ্রহী অন্তত দেড়শো মানুষ জমা হবেন ওই বাড়ির সামনে। বাড়ির কী অবস্থা আমরা দেখতে চাই। এই পাড়ায় এমন আর কোন কোন বাড়ি রয়েছে, সেটাও আমরা খুঁজে বের করব। সর্বোপরি এলাকার বাসিন্দাদের বোঝানো হবে তাঁদের পাড়ার উজ্জ্বল অতীত সম্পর্কে। আমাদের অতীত এবং ঐতিহ্য বাঁচাতে এই ধরনের সচেতনতা ছাড়া আর কোনও উপায় নেই।’ প্রয়োজনে তাঁরা বাড়িটি বাঁচাতে কাউন্সিলরকে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন জয়ন্ত।

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/kolkata-lovers-are-on-their-way-to-preserve-the-traditional-home/articleshow/74444606.cms