শেষমুহূর্তে জমজমাট কলকাতা নিউমার্কেট, ভিড় বাংলাদেশিদের – জাগো নিউজ

কলকাতা নিউজ

রাত পোহালেই ঈদ, মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের খুশিকে পূর্ণতা দিতে দরকার নতুন পোশাক। তাই তো শেষমুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সবাই। সারা বিশ্বের মতো পশ্চিমবঙ্গের মুসলিমরাও চাঁদরাতে পছন্দের জিনিসটি কিনতে ভিড় করছেন মার্কেটে। বিশেষ করে কলকাতার নিউমার্কেটে এখন উপচেপড়া ভিড়।

করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে গত দু’বছর মানুষ সেভাবে ঈদ উদযাপন করতে পারেনি। তাই এবার ঈদের পূর্ণ আমেজ উপভোগ করতে চান কলকাতাবাসী। শুধু এ শহরই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন ছুটে এসেছেন কলকাতা নিউমার্কেটে। বাংলাদেশ থেকেও বহু লোক এসেছেন প্রয়োজনীয় কেনাকাটা করতে।

সকাল পেরিয়ে সন্ধ্যা গড়িয়েছে, নিউমার্কেটে ভিড় বেড়েছে বৈ কমেনি। ইফতার সেরেই মানুষজন বেরিয়ে পড়েছেন কেনাকাটা করতে। প্রতিটি দোকানেই চলছে হরদম বেচাবিক্রি।

বাংলাদেশিদের কাছে কলকাতা নিউমার্কেটের যেমন আলাদা কদর রয়েছে। তেমনি এ মার্কেটের ব্যবসায়ীরাও ঈদ এলে তাকিয়ে থাকেন বাংলাদেশি ক্রেতাদের দিকেই।

kalkata4

চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে ভারত সরকার। গত কয়েকদিন দৈনিক তিন থেকে চার হাজার মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন চিকিৎসা, ভ্রমণ বা কেনাকাটার জন্য।

বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসা জাহানারা বিবি নামে এক নারী জানান, বাংলাদেশ থেকে এসে যেহেতু নিউমার্কেটের আশপাশেই ওঠেন, তাই কেনাকাটার জন্য এটিই তাদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা। নিউমার্কেট এলে এক জায়গাতেই সবকিছু পাওয়া যায়।

kalkata4

সদ্য বাংলাদেশ থেকে আসা আরেক ক্রেতা বলেন, আমরা মূলত বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে এসেছি। এর পাশাপাশি নিউমার্কেটে এসেছি ঈদের কেনাকাটা করার জন্য।

পোশাকবিক্রেতা মো. সাইদুল বলেন, আমরা নিউমার্কেটের দোকানদাররা ঈদের সময় অনেকটা বাংলাদেশি ক্রেতাদের ভরসায় থাকি। গত দু’বছর সেই বাজার প্রায় বন্ধ ছিল। তবে এবার কিছু মানুষ বাংলাদেশ থেকে আসছেন এবং কেনাকাটা করছেন। এমন চলতে থাকলে তাদের ব্যবসা-বাণিজ্যের সুদিন আবারও ফিরবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

কেএএ/এমএস

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]

Source: https://www.jagonews24.com/international/news/758873