কলকাতা পৌর ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ – সমকাল

কলকাতা নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর নির্বাচনে ব্যাপক কারচুরির অভিযোগ করেছে তৃণমূলের বিরোধীরা। রোববার ভোট গ্রহণের দিনে উত্তর থেকে দক্ষিণ- কলকাতার সর্বত্র নির্বাচনী উত্তেজনা দেখা যায়। বিজেপি ও বামফ্রন্ট ভোটে ব্যাপক কারচুরি অভিযোগ তুলেছে। তাদের দাবি, তৃণমূলের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা মাঠেই দাঁড়াতে পারেনি।

অভিযোগের বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কলকাতায় উৎসবের মেজাজে ভোট হয়েছে। যেভাবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাতে পুলিশের ভূমিকা ছিল ‘অভূতপূর্ব’।

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার যে জয়যাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এই নির্বাচন সেই যাত্রা আরও সুদৃঢ় করবে।

বামফ্রন্ট নেতা রবীন দেবের অভিযোগ কিছু অন্যরকম। তিনি বলেন, কলকাতা পৌর নির্বাচনে তৃণমূল ও বিজেপি যোগসাজশ করে ভোট জালিয়াতির পরিকল্পনা করেছে। ত্রিপুরার ভোটে তৃণমূলকে সাহায্য করেছে বিজেপি আর এখানে তাদের পাশে রয়েছে তৃণমূল। বিজেপি ভোটের আগে শুধু মামলা করেই ক্ষান্ত হয়েছে।

অন্যদিকে, তৃণমূলের গুন্ডা ও পুলিশের বাধা উপেক্ষা করে ‘বীরের মতো’ লড়াই করেছেন বাম কর্মীরা। এসব উপেক্ষা করে ভোট হয়েছে।

Source: https://samakal.com/international/article/211289491/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9A%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97