Kolkata Hookah Bar Ban : কলকাতা-বিধাননগরে হুক্কাবার বন্ধ নয়, নির্দেশ বিচারপতি মান্থার – এই সময়

কলকাতা নিউজ
কলকাতা কিংবা বিধাননগরে বন্ধ করা যাবে না হুক্কাবার (Hookah Bar Ban In Kolkata)। এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Calcutta High Court Justice Rajasekhar Mantha)। কেন বন্ধ হবে হুক্কাবার? মঙ্গলবার এমনই প্রশ্ন করেন বিচারপতি মান্থা। তিনি জানিয়েছেন, রাজ্য চাইলে এই মর্মে আলাদা আইন আনতে পারে। কিন্তু, পুলিশ এভাবে বলপূর্বক হুক্কাবার বন্ধ করতে পারে না। হুক্কা কেবলমাত্র একটি ধূমপানের অঙ্গ। কলকাতা পুরসভা (KMC) বা বিধাননগর পুরসভার (Bidhannagar Corporation) কোন অধিকার নেই হুক্কাবার বন্ধ করার। এমনটাই জানিয়েছেন তিনি। ফলে যতক্ষন না রাজ্য কোনও আইন আনছে ততক্ষণ কোনও হুক্কাবার বন্ধ রাখা যাবে না।

Kolkata Hookah Bar: কলকাতা ও বিধাননগরে কেন বন্ধ হুক্কা বার? জবাব তলব হাইকোর্টের
হুক্কাবার বন্ধ নিয়ে কী বক্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার?

এদিন মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) প্রশ্ন তোলেন, “কলকাতার মেয়র (Kolkata Mayor) কেন এই সিদ্ধান্ত নিয়েছেন? কোথাও হুক্কায় কিছু মেশানো হচ্ছে কি না অনুসন্ধান করা হোক। কিন্তু, পুরসভার কোনও ক্ষমতা নেই এই বারগুলি বন্ধ রাখার।” প্রসঙ্গত, সিগারেট থেকে একটা বড় অর্থ রাজ্যের কোষাগারে যায়। রেঁস্তরায় হুক্কার জায়গা আলাদা হয়। নিকোটিন এবং হার্বাল হলে আপত্তি কোথায়? শুনানিতে এই প্রশ্নও তোলেন বিচারপতি মান্থা। নারকোটিক হলে তবেই আপত্তি হওয়ার কথা। পাবলিক প্লেস হলে তখন ধূমপানে আপত্তি আনা যায়। আইন মোতাবেক রেঁস্তরায় হুক্কা সেবন এবং বিক্রি চললে তা বন্ধ করা যায় না। এর জন্য প্রতিটি রেস্তরাঁর তরফেই আলাদা করে ট্রেড লাইসেন্স নেওয়া রয়েছে। কারও নিজের স্বাস্থ্য নিয়ে ভাবনা না থাকলে রাজ্যের রাজস্ব আসছে এমন জিনিষ কেন বন্ধ হবে? সওয়াল করেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Hookah Banned In Kolkata : নিষেধাজ্ঞা পরেও রমরমিয়ে চলছিল হুক্কা পার্লার, কসবায় পুলিশি অভিযানে গ্রেফতার ম্যানেজার
এদিন গোটা বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) একটি রিপোর্ট জমা দেন আদালতে। সেখানে বলা হয়, আইন লঙ্ঘন হলে তখন মামলা হচ্ছে। এখনও পর্যন্ত ১৭টি কেস হয়েছে। ২২টি টোবাকো অ্যাক্ট অনুযায়ী করা হয়েছে। মামলাটি করে কলকাতার রেঁস্তরা অ্যাসোসিয়েশন। তাদের হয়ে আইনজীবী ছিলেন জয়দীপ কর। প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নির্দেশে রাতারাতি কলকাতা এবং বিধাননগরে বন্ধ করে দেওয়া হয় হুক্কাবার। অ্যাসোসিয়েশন অফ রেস্টুরেন্টের পক্ষ থেকে মামলা করে অভিযোগ করা হয় পুরসভার আইনে কোথাও হুক্কাবার বন্ধের কথা বলা নেই। অথচ পুলিশ পুরসভার অর্ডার দেখিয়ে বন্ধ করে দিচ্ছে রেঁস্তরা। এতে কলকাতা এবং বিধাননগর জুড়ে হাজার খানেক রেঁস্তরায় ব্যবসায় সমস্যা তৈরি হচ্ছে। তাদের দাবি, হুক্কায় ভেষজ তামাক ব্যবহার করা হচ্ছে। কোনও পুর আইন ভঙ্গ হয়নি, তাহলে কেন এই নিষেধাজ্ঞা।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMitgFodHRwczovL2Vpc2FtYXkuY29tL3dlc3QtYmVuZ2FsLW5ld3Mva29sa2F0YS1uZXdzL2hvb2thaC1iYXItaW4ta29sa2F0YS1hbmQtYmlkaGFubmFnYXItd2lsbC1ub3QtYmUtYmFubmVkLXNheXMtY2FsY3V0dGEtaGlnaC1jb3VydC1qdXN0aWNlLXJhamFzZWtoYXItbWFudGhhL2FydGljbGVzaG93Lzk3MjczNzUyLmNtc9IBugFodHRwczovL2Vpc2FtYXkuY29tL3dlc3QtYmVuZ2FsLW5ld3Mva29sa2F0YS1uZXdzL2hvb2thaC1iYXItaW4ta29sa2F0YS1hbmQtYmlkaGFubmFnYXItd2lsbC1ub3QtYmUtYmFubmVkLXNheXMtY2FsY3V0dGEtaGlnaC1jb3VydC1qdXN0aWNlLXJhamFzZWtoYXItbWFudGhhL2FtcF9hcnRpY2xlc2hvdy85NzI3Mzc1Mi5jbXM?oc=5