Calcutta High Court:বিচারপতি মান্থার এজলাস ‘বয়কট’! অভিযোগ খতিয়ে দেখতে কলকাতায় কেন্দ্রীয় – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের বাইরে বিক্ষোভ, এজলাস ‘বয়কট’ ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে কলকাতায় এলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। সোমবার সকালে হাইকোর্টে যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করার চেষ্টা করবেন হাইকোর্টের সিসিটিভির ফুটেজ। কথা বলবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গেও কথা বলবেন বার কাউন্সিলের প্রতিনিধিরা ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) কাছে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সেই আবহেই রাজ্যে কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন জন প্রতিনিধি। ওই প্রতিনিধি দলে শামিল রয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য রবীন্দ্র রায়জাদা। তিনি বলেন, “কাল সকালে হাইকোর্টে যাব। এখন কিছু নেই বলার মতো।” বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনা খতিয়ে দেখবেন তাঁরা কথা বলবেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে। সংগ্রহ করবেন সিসিটিভি ফুটেজও।

আরও পড়ুন: Locket Chatterjee: ‘চড় মারলে আপনারাও ছাড়বেন না, চার-পাঁচটা আপনারাও দিন’ হুঙ্কার লকেটের

সবকিছু খতিয়ে দেখে আগামী ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট জমা দেবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা আসছেন, সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা আসছেন, সবকিছু খতিয়ে দেখবেন তাঁরা। আদালত কালো কোট পরে গুন্ডামি কররা জায়গা নয়। ওদের লাইসেন্স বাতিল করা উচিত।”

এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়

যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “আসছেন তো আসছেন! অসুবিধার কী আছে! হাইকোর্ট তিন সদস্যের বেঞ্চ তৈরি করেছে। এর সঙ্গে তৃণমূল জড়িত নেই। বিজেপি খামোকা রাজনীতি ঢোকাচ্ছে কেন?”

ঘটনাচক্রে, সোমবার যেখানে হাইকোর্টে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, ওই দিনই বিচারপতি মান্থার রুল জারির বিরুদ্ধে কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্য বার কাউন্সিল। যদিও তা নিয়ে রাজ্য বার কাউন্সিল দ্বিধাবিভক্ত। আইনজীবীরা কেন প্রতিবাদ জানাতে পারবেন না, উঠছে প্রশ্ন। এই কালাদিবস পালনের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ কর্মসূচি রয়েছে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMilwFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3QvYmFyLWNvdW5jaWwtb2YtaW5kaWEtcy1yZXByZXNlbnRhdGl2ZXMtaW4ta29sa2F0YS10by1pbnZlc3RpZ2F0ZS1wcm90ZXN0cy1hZ2FpbnN0LWp1c3RpY2UtcmFqYXNla2hhci1tYW50aGEtOTQ5Mzcy0gGbAWh0dHBzOi8vYmVuZ2FsaS5hYnBsaXZlLmNvbS9kaXN0cmljdC9iYXItY291bmNpbC1vZi1pbmRpYS1zLXJlcHJlc2VudGF0aXZlcy1pbi1rb2xrYXRhLXRvLWludmVzdGlnYXRlLXByb3Rlc3RzLWFnYWluc3QtanVzdGljZS1yYWphc2VraGFyLW1hbnRoYS05NDkzNzIvYW1w?oc=5