Weather Makar Sankranti : মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ২০ র কাছাকাছি তাপমাত্রা, শীতের সকালেই – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা : মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কয়েকদিন ধরেই কুয়াশায় কারণে সকালে সূর্যের দেখা মিলছে না। বেলা গড়ানোর পর রোদ উঠছে।

এর মধ্যেই পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে সোমবার থেকে পারা-পতন শুরু হবে। আগামী সপ্তাহের গোড়াতেই ফের ঝোড়ো ইনিংস খেলতে ময়দানে নামছে শীত। 

আরও পড়ুন :

কনকনে শীতে কাঁপছে পাহাড়, দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে হিমাঙ্কের কাছাকাছি

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibWh0dHBzOi8vYmVuZ2FsaS5hYnBsaXZlLmNvbS9kaXN0cmljdC93ZXN0LWJlbmdhbC13ZWF0aGVyLXRlbXBlcmF0dXJlLWhpdHMtMjAtZGVncmVlLW9uLW1ha2FyLXNhbmtyYW50aS05NDkwNTHSAXFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3Qvd2VzdC1iZW5nYWwtd2VhdGhlci10ZW1wZXJhdHVyZS1oaXRzLTIwLWRlZ3JlZS1vbi1tYWthci1zYW5rcmFudGktOTQ5MDUxL2FtcA?oc=5