Kolkata Snowfall: বরফে ঢাকল কলকাতা থেকে করাচি! ভাইরাল ছবি মিস করবেন না – এই সময়

কলকাতা নিউজ
ঠান্ডায় কাঁপছে শহর। সাদা চাদরে ঢেকেছে রাস্তা। তবু কনকনে ঠান্ডা উপেক্ষা করে বাইরে বেরিয়ে পড়েছেন স্থানীয়রা। আশপাশে এত বরফ দেখে আনন্দে আত্মহারা খুদেরা। আর বরফ ঢিল ছোড়া দূরত্বেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল…থমকে গেলেন? ভেবেছিলেন চকবাজার বা ম্যাল চৌরাস্তার বিষয়ে বলা হচ্ছে? আসলে ভুল তো ভাবেননি…কলকাতা শহরে আবার বরফ কবে পড়ল? বৃহস্পতিবারই তো শহরে মরশুমের শীতলতম দিন। আজ তাপমাত্রা 12 ডিগ্রি। আর জানেন, এদিনই নেটপাড়াকে গরম করেছে বরফে মোড়া তিলোত্তমার গুচ্ছের ছবি। হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বরফে ঢাকা ছবি যেন আপনাকে খুশি করতেই তৈরি। আবার শ্যামবাজারের রাস্তায় দাঁড়ানো হলুদ ট্যাক্সির উপর জমে গুঁড়ো গুঁড়ে বরফ – ছবি দেখলেই যেন পিছলে যাচ্ছে বাঙালি। এর ফলেই দ্রুত Viral হয়ে গেল- দিল্লি, মুম্বই, কলকাতার মতো ভারতের বিভিন্ন শহরে বরফ পড়ার ছবি।

তবে বরফ তো পড়েনি। তাহলে ভাইরাল ছবির জন্ম? ঠিকই আন্দাজ করেছেন…সোশ্যাল মিডিয়াই। টুইটার থেকেই ছড়িয়েছে ভারতীয় শহরের বরফে ঢাকা ছবি। প্রথম পোস্ট করেন দিল্লির অংশুমান চৌধুরী। আদতে অসমের বাসিন্দা অংশুমান আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা AI প্রযুক্তির ব্যবহার করে দেশের একাধিক শহরের বরফপাতের অভিনব ছবি তৈরি করেছেন। opensea.io এই AI সাইটের সাহায্যে দিল্লির রাজপথ, কলকাতার ট্রাম লাইনকে বরফে ঢেকে দিয়েছেন অংশুমান। আর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হইচই। ভালোবাসার শহরকে বরফের চাদর মুড়ি দিতে দেখে ভ্যালেন্টাইনের এক মাস আগেই প্রেমে গদ গদ আজকের ইন্টারনেট। শুধু নয়াদিল্লি বা অধুনা কলকাতা নয়, স্বাধীনতার আগের সময়কার শহরের ছবিতেও ‘বরফিলা’ ছোঁয়া দিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত সময়ে ছবিগুলি এত দ্রুত ভাইরাল হয়ে যায়, যে একই AI সফটওয়ার ব্যবহার করে নিজের প্রিয় শহরে বরফপাতে এগিয়ে আসেন নেটিজেনরা।

মুম্বই, দিল্লি তো বটেই পড়শি পাকিস্তানের নেট নাগরিকরাও এই ট্রেন্ডে গা ভাসাতে দেরি করেননি। যার সৌজন্যে করাচিতেও বরফ পড়ল ভার্চুয়ালি। আর সেই ছবিও ইন্টারনেটের নিয়মে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

কলকাতায় বরফ পড়বে?
এই সময় ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারেই ‘হয়তো বরফ পড়বে কলকাতায়’ সম্ভাবনাকে উসকে দিয়েছিলেন ভূতত্ত্ব বিজ্ঞানী সুজীব কর। তাঁর দাবি ছিল, “চরম উষ্ণায়নের মধ্যে দিয়েই হিমায়নের সূচনা হয়।” তাঁর বিস্তারিত পূর্বাভাসে আর কী বলা হয়েছে? এক ক্লিকে জানা থাকুক।

আরও পড়ুন: মহাকাশে খিলখিল করে হাসছে সূর্য! ভাইরাল ছবি কতটা সত্যি

বরফ না পড়লেও বৃহস্পতিবার হাড়কাঁপুনি ঠান্ডার অভিজ্ঞতা হচ্ছে কলকাতায়। পারদ নেমে 12 ডিগ্রির ঘরে থেমেছে। এরমধ্যেই আবার শৈত্যপ্রবাহের হুঁশিয়ারিও রয়েছে। সব মিলিয়ে নতুন বছরে শহরবাসীর শীতের আক্ষেপ মিটবে বলেই মনে হচ্ছে। শহর কলকাতার পাশাপাশি শীতের দাপট দেখা দিয়েছে জেলাগুলিতেও।

কখনও বরফ পড়বে কলকাতায়? আপনার কী ইচ্ছে? আমাদের একবার জানানই না নিচের কমেন্ট বক্সে। হয়তো আপনার ইচ্ছেই ভাইরাল হয়ে উঠল, বরফে মোড়া কলকাতার ছবির মতোই!

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiQFodHRwczovL2Vpc2FtYXkuY29tL3ZpcmFsL3ZpcmFsLXBob3Rvcy1vZi1rb2xrYXRhLWRlbGhpLWluZGlhbi1jaXRpZXMtY292ZXJlZC13aXRoLXNub3ctaGF2ZS1hbWF6ZWQtdGhlLWludGVybmV0L2FydGljbGVzaG93Lzk2NzYzODkxLmNtc9IBjQFodHRwczovL2Vpc2FtYXkuY29tL3ZpcmFsL3ZpcmFsLXBob3Rvcy1vZi1rb2xrYXRhLWRlbGhpLWluZGlhbi1jaXRpZXMtY292ZXJlZC13aXRoLXNub3ctaGF2ZS1hbWF6ZWQtdGhlLWludGVybmV0L2FtcF9hcnRpY2xlc2hvdy85Njc2Mzg5MS5jbXM?oc=5