West Bengal News Live Updates: অভিনেত্রী রিয়া কুমারী হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ঝাড়খণ্ড যেতে পারে – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা: বিদায় ২০২২, স্বাগত ২০২৩ (Nee Year 2023)। আতসবাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল কলকাতা। আরও একটি বছর শেষ। নতুন বছর শুরুর আনন্দে মাতোয়ারা বাংলা (West Bengal News Live Updates)।

অন্য দিকে,  বর্ষবরণের দিনই কলকাতায় প্রচুর মাদকের হদিশ মিলল। এন্টালিতে অভিযান, ৫ কোটি টাকার হেরোইন-সহ নদিয়ার বাসিন্দা গ্রেফতার। কোথায়, কার কাছে পাচার? তদন্তে এসটিএফ।

নতুন বছরে আরও দামি বাণিজ্যিক রান্নার গ্যাস (Commercial LPG Cylinder)। ২৪ টাকা বেড়ে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। অপরিবর্তিত ১৪ কেজির সিলিন্ডারের দাম।

আবাসে দুর্নীতি (Awas Yojana) নিয়ে তোলপাড়ের মধ্যেই জলপাইগুড়িতে তৃণমূল (TMC) সভানেত্রীর দাওয়াই। “পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, সব জায়গায় তৃণমূল। তাই ঘর পেতে হলে তৃণমূলই করতে হবে”, মন্তব্যে বিতর্ক।

বিজেপি (BJP) নয়, আবাসে ঘর পেতে তৃণমূল করার ফরমান জলপাইগুড়ি তৃণমূল সভানেত্রীর। দলের কথা নয়, দাবি কুণালের। প্রকল্পের টোপ দিয়ে ভোট টানার চেষ্টা, কটাক্ষ বিজেপির।

 আবাস-বিক্ষোভে হামলার অভিযোগ, পাল্টা এবার থানা জ্বালিয়ে, পুলিশ পেটানোর ফরমান বিজেপি বিধায়কের। বললেন, “থানা জ্বালিয়ে দিন। ওসি-আইসির মাথা ফাটিয়ে দিন।”

অনুব্রতর সুরে পুলিশকে বিজেপি বিধায়কের হুমকি। হিংসায় উস্কানির অভিযোগে থানায় নালিশ তৃণমূল। বহু অভিযোগেও নিষ্ক্রিয় পুলিশ, হতাশার বহিঃপ্রকাশ, সাফাই বিজেপির।

“জয় শ্রীরামে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন”, মুখ্যমন্ত্রীর সামনে স্লোগান-বিতর্কে কটাক্ষ দিলীপের। “রামকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক বিজেপি,” পাল্টা কুণাল।

অভিষেকের গড়ে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস। ডায়মন্ড হারবারকে সন্ত্রাসের গড় বলে আক্রমণ অধীরের। কংগ্রেসের ব্যর্থ সভাপতি বলে পাল্টা কটাক্ষ কুণালের।

হাইস্কুলের শিক্ষক, শাশুড়ির নাম আবাস-তালিকায়! অভিযুক্ত বাঁকুড়ার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বাড়ি পাবেন না, বিতর্ক সামনে আসতেই জানালেন বিডিও।

আবাস দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে নন্দকুমারে গ্রেফতার সিপিএম-এর জেলা সম্পাদক। প্রতিবাদে বিক্ষোভ নন্দীগ্রামে। অন্ডাল থানা ঘেরাও। দুর্গাপুরে Rally।

দুর্নীতির অভিযোগে জেলা সহ-সভাপতির অপসারণ-হুমকির পরেই সাঁইথিয়া থানার ওসি বদলি রামপুরহাটে। রুটিন বদলি, রাজনীতির যোগ নেই, বিতর্কের মুখে দাবি তৃণমূল নেতৃত্বের।

পঞ্চায়েত ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সমবায় সমিতি পুনর্দখল তৃণমূলের। সন্ত্রাসের আবহ তৈরি করায়, প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, দাবি বিজেপির।
শাসকের নিরঙ্কুশ-সমবায়

নাগরিকত্ব থাকলে কেন ৭১-র আগের দলিল চাওয়া হয় মতুয়াদের কাছে? সিএএ চালুর হুঙ্কার দিয়ে ফের শুভেনদুর নিশানায় মমতা। শুধুই ভুল বোঝাচ্ছেন, পাল্টা তৃণমূল।
সিএএ-সংঘাত

বাগনানে অভিনেত্রী খুনের ৪দিনের মধ্যেই ফের জাতীয় সড়কে দুষকৃতী হামলা! উলুবেড়িয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্কেই ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করে কন্টেনারের চালকের সর্বস্ব লুঠের অভিযোগ
ফের হাইওয়েতে ‘হামলা’!

 ৩দিন পার। বাগনানের জাতীয় সড়কে রাঁচির অভিনেত্রী খুনে এখনও রহস্য। স্বামী-দেওর গ্রেফতার হলেও কোথায় অস্ত্র, মোটিভই বা কী? ঝাড়খণ্ড যেতে পারে পুলিশ।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMitAFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vbmV3cy9iZW5nYWwvd2VzdC1iZW5nYWwtbmV3cy1saXZlLXVwZGF0ZXMtZ2V0LWtvbGthdGEtaG93cmFoLW1pZG5hcG9yZS1iYXJkaGFtYW4tc2lsaWd1cmktcHVydWxpYS1iYW5rdXJhLWpoYXJncmFtLWxhdGVzdC1uZXdzLW9mLWphbnVhcnktMDEtMjAyMy05NDYwMjTSAbgBaHR0cHM6Ly9iZW5nYWxpLmFicGxpdmUuY29tL25ld3MvYmVuZ2FsL3dlc3QtYmVuZ2FsLW5ld3MtbGl2ZS11cGRhdGVzLWdldC1rb2xrYXRhLWhvd3JhaC1taWRuYXBvcmUtYmFyZGhhbWFuLXNpbGlndXJpLXB1cnVsaWEtYmFua3VyYS1qaGFyZ3JhbS1sYXRlc3QtbmV3cy1vZi1qYW51YXJ5LTAxLTIwMjMtOTQ2MDI0L2FtcA?oc=5