Calcutta Medical College: অনশন-আন্দোলনের ৫ দিন, অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে – ABP Ananda

কলকাতা নিউজ

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই,কলকাতা: বৃহস্পতি থেকে সোম, ৫ দিন হয়ে গেলেও, অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ৫ পড়ুয়া। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন। জট কাটাতে মঙ্গলবার বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর।        

অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে: অনশন-আন্দোলনের ৫ দিন। এখনও জট কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবি নিয়ে অনড় আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ পড়ুয়া। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৩ অনশনকারী। অচলাবস্থা কাটাতে, মঙ্গলবার, বিকেলে বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। যেখানে উপস্থিত থাকার কথা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধির।                 

তবে, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন যে সম্ভব নয়, তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, “মঙ্গলবার বৈঠক আছে। ওদেরকে বলছি, অনশন তুলে নিক। আলোচনা চলবে।” তবে, আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁদের কাছে এখনও বৈঠক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। অনশন করছে। ৩ জনের অবস্থা খারাপ। কর্তৃপক্ষকে আবেদন করছে। লিখিত ইনভিটেশন দিতে হবে। কলকাতা মেডিক্য়াল কলেজের আন্দোলনরত পড়ুয়া অনিকেত কর বলেন, “আমাদের মিটিংয়ের ব্য়াপারে কেউ জানায়নি। নোটিফিকেশন দিলে, তবে যাব।” কলকাতা মেডিক্য়াল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী বলেন, “আমরা বল প্রয়োগ করে তুলতে চাই না। আশা করব, নিজেদের স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখবে। পড়াশোনা করতে এসেছেন। ওঁরা চাইছে, মিটিংয়ের নোটিফিকেশন। আমরা কথা বলে দেখছি।”

News Reels

পড়ুয়া-আন্দোলনকে সমর্থন জানিয়ে, এদিন, কলকাতা মেডিক্য়ালে আসেন জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের প্রতিনিধি দল। জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন, “আন্দোলনটা বৈধ। কর্তৃপক্ষ টালবাহানা করছে নির্বাচনটা এড়াতে। শাসকদল হেরে যাবে সেই ভয়ে।” এদিন আন্দোলনকারীদের সমর্থন জানাতে মেডিক্য়াল কলেজ ক্য়াম্পাসে হাজির হন আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের বেশ কিছু পড়ুয়া।

আরও পড়ুন: North 24 Parganas Weather: উত্তুরে হাওয়া, রোদ ঝলমলে আকাশ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMif2h0dHBzOi8vYmVuZ2FsaS5hYnBsaXZlLmNvbS9kaXN0cmljdC9hZnRlci01LWRheXMtb2YtaHVuZ2VyLXN0cmlrZS10aGUtYWdpdGF0aW9uLWRpZC1ub3QtZW5kLWluLWNhbGN1dHRhLW1lZGljYWwtY29sbGVnZS05NDE0MDjSAYMBaHR0cHM6Ly9iZW5nYWxpLmFicGxpdmUuY29tL2Rpc3RyaWN0L2FmdGVyLTUtZGF5cy1vZi1odW5nZXItc3RyaWtlLXRoZS1hZ2l0YXRpb24tZGlkLW5vdC1lbmQtaW4tY2FsY3V0dGEtbWVkaWNhbC1jb2xsZWdlLTk0MTQwOC9hbXA?oc=5