পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকা – মানবজমিন

কলকাতা নিউজ

(১ ঘন্টা আগে) ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার, ৩:০১ অপরাহ্ন

স্থপতি গীতা বালাকৃষ্ণান দক্ষিণ ভারতীয় হলেও তাঁর জন্ম কলকাতায়। ভারতের স্থপতি ইনস্টিটিউটের পশ্চিমবঙ্গ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান তিনি। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (BEI) পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে গীতা পায়ে হেঁটে পাড়ি দিলেন কলকাতা থেকে ঢাকা দীর্ঘ ৩০৬ কিলোমিটার পথ। সময় লেগেছে মোট ১৭ দিন। যশোর, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর (ভাঙা), মাদারিপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ পেরিয়ে তিনি পৌঁছে গেছেন ঢাকায়। বালাকৃষ্ণাণের এবারের পদযাত্রার লক্ষ্য স্থাপত্যের সৃজনশীলতার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম হওয়া, তাই এই পদযাত্রার নাম দেয়া হয়েছে ‘Arcause 2.0’। স্লোগান ‘Unity through Design’। যাত্রাপথে একাধিক মানুষের সঙ্গে গল্প ও কুশল বিনিময় করেছেন এই ভারতীয় স্থপতি। আসলে নেশায় তিনি একজন কোস্টাল ট্র্যাকার। এর আগেও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত ১৭০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছিলেন গীতা।

বিজ্ঞাপন

এবারের পদযাত্রায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের স্থপতিদের সঙ্গে নিয়ে সংসদ ভবন পর্যন্ত হেঁটে যান গীতা। পরে সংসদ ভবনের প্লাজায় গীতা বালাকৃষ্ণাণকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন। পদযাত্রার শেষে গীতা বলেন, ‘‘ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সচেতনতা সৃষ্টি করে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটাতে পারলে পশ্চিমের দেশগুলো আমাদের অনুকরণ করবে। আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী গড়তে একসঙ্গে কাজ করছি, আশা করি আমরা সফল হব।’’ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পেরে মুগ্ধ স্থপতি গীতা বালাকৃষ্ণান।

সূত্র : সংবাদ প্রতিদিন

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiJmh0dHBzOi8vbXphbWluLmNvbS9uZXdzLnBocD9uZXdzPTMwMjcy0gEA?oc=5