কলকাতা সাজছে পুজোর সাজে – প্রথম আলো

কলকাতা নিউজ

আর হুগলির বৈদ্যবাটির নার্সারি রোড বারোয়ারি পূজা কমটি এবার থিম করেছে মরুভূমির জাহাজ নিয়ে। রাজস্থান থেকে তারা এনেছে দুটি জীবন্ত উট।

আর কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার সর্বজনীনের এবারের থিম রাধাকৃষ্ণের প্রেম। মানুষে মানুষে বিভেদ ভুলে গিয়ে ভালোবাসার প্রেমে মজে যাওয়া।

পুরো পশ্চিমবঙ্গে এবার ৪৩ হাজার পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ বছরে এই রাজ্যে দুর্গাপূজার সংখ্যা ৯১ শতাংশ বেড়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ২০১১ সালে এ রাজ্যে পূজার সংখ্যা ছিল ২০ হাজার ৯৭০। ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৪০ হাজার ১২৪। আর এ বছর সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার। এই ৪৩ হাজার পূজা কমিটিকে রাজ্য সরকার ৬০ হাজার রুপি করে অনুদান দিয়েছে। রাজ্যের বিদ্যুৎ-বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল এ অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

Source: https://www.prothomalo.com/world/india/7az61szw1s