দুর্গাপূজাকে ইউনেসকোর স্বীকৃতি, মহামিছিলে ভাসল কলকাতা – প্রথম আলো

কলকাতা নিউজ

সদস্যদের নিয়ে আজকের মিছিলে অংশ নেয় কলকাতার বিভিন্ন পূজা কমিটি। যোগ দেয় কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। শোভাযাত্রা ও আনন্দমিছিলে ছিল পথনাটক, ছৌনৃত্য, লোকনৃত্য, আদিবাসী নৃত্য, লোকগীতিসহ নানা আয়োজন। ঢাকঢোল পিটিয়ে ধামসা–মাদল বাজিয়ে নাচগান, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধুনুচি নাচ, বাউলসংগীত চলেছে পথজুড়ে। যোগ দেয় স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ মিছিল ও রঙিন শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রাজ্যের সব জেলা সদরে।
আজকের এ মহামিছিল ঘিরে কলকাতার নিরাপত্তা জোরদার করা হয়। নিয়োগ করা হয় তিন হাজার পুলিশ।

Source: https://www.prothomalo.com/world/india/tsymdzfa9g