Kolkata Municipal Corporation: পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে বড় আবাসনগুলিকে! – ABP Ananda

কলকাতা নিউজ

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ৫ হাজার বর্গ মিটারের বেশি আয়তন সম্পন্ন আবাসনগুলি থেকে আর পচনশীল বর্জ্য সংগ্রহ করবে না কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বড় আবাসনগুলিকে নিজেদেরই পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে। আবাসন এলাকায় বসাতে হবে জৈব বর্জ্য কনভার্টার। পচনশীল বর্জ্য থেকে তৈরি করতে হবে জৈব সার। সিদ্ধান্ত কলকাতা পুরসভার (KMC)।

বর্জ্য ম্যানেজমেন্টে নতুন সিদ্ধান্ত: সময়ের সঙ্গে বহরে বাড়ছে শহর। বাড়ছে জনবসতি। সেই সঙ্গে বাড়ছে বর্জ্যের পরিমাণ। আর এই বর্জ্য ম্যানেজমেন্টে নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। তা হল, যে সব আবাসনের আয়তন ৫ হাজার বর্গ মিটারের বেশি, সেই সব আবাসন থেকে আর পচনশীল বর্জ্য সংগ্রহ করবে না কলকাতা পুরসভা। বড় আবাসনগুলিকে নিজেদের পচনশীল বর্জ্য সংগ্রহের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। তার জন্য আবাসন এলাকায় বসাতে হবে কম্প্যাক্টর মেশিন। পচনশীল বর্জ্য এক জায়গায় করে আবাসন এলাকাতেই তৈরি করতে হবে জৈব সার।  কলকাতা পুরসভা মেয়র পারিষদ (জঞ্জাল)দেবব্রত মজুমদার বলেন, “কলকাতা পুরসভা আর পচনশীল বর্জ্য নেবে না। আবাসনগুলিকে নিজেদের এলাকায় ব্যবস্থা করতে হবে।’’

কর্মশালার আয়োজন: এতদিন পর্যন্ত ৫ হাজার বর্গ মিটারের বেশি আয়তন সম্পন্ন আবাসন থেকে পচনশীল ও অপচনশীল – দুই ধরনের বর্জ্যই সংগ্রহ করত কলকাতা পুরসভা। তার বিনিময়ে বড় আবাসনগুলিকে কলকাতা পুরসভাকে একটা চার্জ দিতে হয়। সেই পদ্ধতি এবার বদলাতে চলেছে। সোমবার কলকাতা পুরসভার তরফে টাউন হলে এই সংক্রান্ত একটি কর্মশালা আয়োজিত হয়। সেখানে আবাসন, হাসপাতাল ও শিল্পক্ষেত্রের নানা প্রতিনিধিদের উপস্থিতিতে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সব মিলিয়ে পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণে এবার থেকে আত্মনির্ভর হতে হবে বড় আবাসনগুলিকে।  অপচনশীল বর্জ্য কলকাতা পুরসভা আগে যেমন নিত, তেমনই নেবে।

আরও পড়ুন: North Bengal Medical College: ‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়’, সংক্রমণ বাড়তেই নোটিস জারি উত্তরবঙ্গ মেডিক্যালে

Source: https://bengali.abplive.com/district/kolkata-municipal-corporation-large-housing-have-to-be-made-for-processing-of-decomposing-waste-900518