West Bengal Coronavirus : দ্রুত হারে বাড়ছে করোনা, ভয় ধরাচ্ছে কলকাতা সহ কয়েক জেলার সংক্রমনের হার – ABP Ananda

কলকাতা নিউজ

ঝিলম করঞ্জাই, কলকাতা : West Bengal Covid Situation : উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ বেড়ে হল ১৩৯। ক্রমবর্ধমান এই সংখ্যা ভয় ধরাচ্ছে শহরবাসীকে। যদিও মুখে মাস্ক নেই এখন অনেকেরই। ওমিক্রমের প্রকোপ ফিকে হতে শুরু করার পর থেকেই কোভিড সতর্কতা বেশ কিছুটা ঢিলেঢালা হয়েছে। আর সেটাই ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের। 

শুক্রবার এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০৭ জন। সংক্রমণ সবথেকে বেশি ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। শনিবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ ও উত্তর ২৪ পরগনায় ২৯ জন।গত পাঁচদিন ধরেই রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার সবথেকে বেশি। গোটা বিষয়টির ওপর নজর রাখছে স্বাস্থ্য দফতর।

  • ভারতের করোনা আপডেট
  • দেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই। 
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন।
  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৮৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের।
  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জনের।
  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫।  

Source: https://bengali.abplive.com/district/wb-covid-19-update-10-june-2022-corona-increasing-in-kolkata-north-24-pargana-895341