IPL 2022: কলকাতা-গুজরাত ম্যাচে একাধিক নজিরের হাতছানি মিলার-নারিন সহ এই তারকাদের সামনে, না জানলেই মিস – Oneindia Bengali

কলকাতা নিউজ

শততম ছক্কার সামনে ডেভিড মিলার:

দীর্ঘ দিন পর আইপিএল-এ পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে ডেভিড মিলারকে। যেই জন্য তাঁর নামকরণ হল কিলার মিলার সেই কিলিং ইনস্টিংটটা এই আইপিএল ফের ফিরে এসেছে মিলারের খেলায়। কেকেআর-এর বিরুদ্ধে একটি ছয় মারলে ছয় মারারা শতরান করবেন তিনি। এবি ডেভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিসের পর দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন মিলার।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের হাতছানি হার্দিক পান্ডিয়ার সামনে:

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের হাতছানি হার্দিক পান্ডিয়ার সামনে:

এই ম্যাচে চারটি উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেট স্পর্শের নজির গড়বেন গুজরাত টাইটানসের অধিনায়ক। তিনি যদি এই কৃতিত্ব অর্জন করতে পারেন তা হলে রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো এবং কাইরান পোলার্ডের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে আইপিএল-এ এক হাজার রান, পঞ্চাশ উইকেট এবং পঞ্চাশ ক্যাচের নজির গড়বেন তিনি।

আইপিএল-এ দেড়শো উইকেটের সামনে সুনীল নারিন:

আইপিএল-এ দেড়শো উইকেটের সামনে সুনীল নারিন:

এই ম্যাচে একটি উইকেট পেলেই আইপিএল কেরিয়ারে ১৫০ উইকেটের মালিক হবেন সুনীল নারিন। কেকেআর-এর জার্সিতে নিজের আইপিএল কেরিয়ারের গত ম্যাচেই শততম ম্যাচটি খেলেছেন ক্যারিবিয়ান তারকা।

আইপিএল-এ এক হাজার রানের সামনে নীতিশ রানা:

আইপিএল-এ এক হাজার রানের সামনে নীতিশ রানা:

এই ম্যাচে ৩৯ রান করলে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করবেন নীতিশ রানা।

আইপিএল-এ শততম উইকেটের সামনে রশিদ খান:

আইপিএল-এ শততম উইকেটের সামনে রশিদ খান:

কেকেআর-এর বিরুদ্ধে একটি উইকেট পেলেই আইপিএল-এ একশোতম উইকেটটি পূর্ণ করবেনরশিদ। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব তিনি অর্জন করবেন।

এক হাজার রানের হাতছানি সুনীল নারিনের সামনে:

এক হাজার রানের হাতছানি সুনীল নারিনের সামনে:

ব্যাট হাতে অনেক দিন জ্বলে উঠতে পারছেন না সুনীল নারিন। হার্দিক পাণ্ডিয়ার দলের বিরুদ্ধে এই ম্যাচে ক্যারিবিয়ান নক্ষত্র যদি ২৪ রান করতে পরেন তা হলে আইপিএল কেরিয়ারে এক হাজার রানের মালিক হয়ে উঠবেন তিনি।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

ঋদ্ধিমান সাহা এই ম্যাচে সুযোগ পেলে তিনি যদি ৪৩ রান করেন তা হলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫০০ রান করার নজির গড়বেনতিনি। আর ২১ রান করলে আইপিএল-এ৫০০ রান করবেন ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া মাত্র ৯ রান করলে টি-২০ কেরিয়ারে তিনি ১৫০০ রান পূর্ণ করবেন। আর একটি চার মারলে টি-২০ ক্রিকেটে ২০০টি চারের মালিক হবেন শুভমন গিল। দু’টিক্যাচ নিলে অ্যারন ফিঞ্চ টি-২০ ক্রিকেটে ১৫০ ক্যাচ ধরার নজির গড়বেন।

লিগ টেবলেদুই দলের অবস্থান:

লিগ টেবলেদুই দলের অবস্থান:

ছয় ম্যাচে পাঁচটি জয় এবং ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হার্দিক পাণ্ডিয়া। ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে হারের হ্যাটট্রিক করা কেকেআর রয়েছে সপ্তম স্থানে।

Source: https://bengali.oneindia.com/news/cricket/records-that-could-made-during-the-match-between-kkr-and-gt-160782.html