আইপিএলে প্রথম লড়াই কলকাতা-চেন্নাইয়ের – news

কলকাতা নিউজ

ঘোষিত হয়েছে টাটা আইপিএলের সময় সূচি। ২৬ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বলিউড মেগাস্টার শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে প্রত্যেকটি দল ১৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আগের আসরগুলির চেয়ে এবারের আসর অনেকটাই ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির জায়গায় এবার থাকছে গ্রুপ পর্বের ম্যাচ। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে নিজেদের মুখোমুখি হবে তারা। প্রত্যেকটি দল নিজের গ্রুপের অপর চার দলের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। এর পর অন্য গ্রুপের পাঁচ দলের সঙ্গেও তাদের খেলতে হবে। তবে এখানে রয়েছে কিছুটা জটিলতা। অপর গ্রুপের একটি দলের সঙ্গে দুই ম্যাচ খেললেও , বাকি চার দলের সঙ্গে খেলতে হবে একটি করে ম্যাচ।

টাটা আইপিএলের গ্রুপ দুটি সাজানো হয়েছে নিম্নরূপে:গ্রুপ এ:  দিল্লি, লখনউ, মুম্বই, রাজস্থান ও কলকাতা

গ্রুপ বি: হায়দরাবাদ, চেন্নাই, পঞ্জাব, বেঙ্গালুরু, গুজারাট

সবমিলিয়ে ১০ দলের অংশগ্রহণে ৭৪ ম্যাচের আইপিএল চলবে ৬৫ দিন ধরে। এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে মুম্বাইয়ের তিনটি মাঠে। তবে এর বাইরে কিছু খেলা হবে  মহারাষ্ট্রের শহর পুনেতে। এবারের আইপিএলের ৫৫টি ম্যাচ মুম্বাইয়ে এবং ১৫টি ম্যাচ আয়োজন করা হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এমসিএ স্টেডিয়াম)।
 
মুম্বাইয়ের তিন স্টেডিয়াম হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম। ক্রিকবাজ বলছে, প্রত্যেক দল চারটি করে ম্যাচ পাবে ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ব্রাবোর্ন ও পুনের এমসিএ স্টেডিয়ামে হবে দলপ্রতি তিনটি করে ম্যাচ।

এবারের আসরে একইদিনে দুই ম্যাচ দেখা যাবে ১২ দিন। যেখানে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, পরেরটি মাঠে গড়াবে রাত ৮টা থেকে। আসরের বাকি ৫৩ দিন দিনের একমাত্র ম্যাচ শুরু হবে রাত ৮টায়। 

এবিএন/মমিন/জসিম

Source: https://www.abnews24.com/sports/177351/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%B2%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0