আতঙ্ক ছড়াচ্ছে কলকাতা, করোনা সংক্রমণের হার সব থেকে বেশি – mzamin.com

কলকাতা নিউজ

ভারতের ১৫৬টি জেলার মধ্যে কলকাতা সবথেকে বেশি আতঙ্ক ছড়াচ্ছে। করোনার প্রকোপ কলকাতা জেলায় সবথেকে বেশি। কলকাতার হেন বাড়ি নেই যেখানে একটি বা দুটি করোনা রোগীর সন্ধান মিলছে না। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন কলকাতা নিয়ে। দেশটির অন্য জেলাগুলিতে করোনা সংক্রমণের গড় শনিবার ছিল ২.৫ শতাংশ। সেখানে কলকাতার গড় ২৩.১৭। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কলকাতার অবস্থা কতটা ভয়ঙ্কর। শুক্রবার কলকাতায় করোনা সংক্রমণের অর্থাৎ পজিটিভিটি রেট ছিল ১৮.৪৬।

সেটা বেড়ে ২৩.১৭ হয়েছে। এই হারে কলকাতায় পজিটিভিটি রেট বাড়লে করোনা আক্রান্তের সংখ্যা কোথায় পৌঁছাতে পারে তা সহজেই অনুমেয়। দিল্লিতে সংক্রমণ হার ৫.০৩, তাতেই দিল্লি শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত কারফিউ জারি করেছে। পশ্চিমবঙ্গে শনিবার সেলুন, বিউটি পার্লার খুলে দেওয়া হয়েছে রাত দশটা পর্যন্ত। এদিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ছ হাজার একশো সত্তর জন। এর মধ্যে ২২ জানুয়ারি চার পুরনিগমের ভোট, আছে গঙ্গাসাগর মেলাও। সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।

Source: https://m.mzamin.com/article.php?mzamin=310556