সপরিবারের করোনা আক্রান্ত কলকাতার পুর কমিশনার ও মেয়রের OSD – Bangla Hindustan Times

কলকাতা নিউজ

করোনা আক্রান্ত কলকাতা পুরসভার ২ শীর্ষ আধিকারিক। করোনা আক্রান্ত কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার ও মেয়রের অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কালীচরণবাবুর গোটা পরিবার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।

কলকাতা পুরসভা সূত্রের খবর, কালীচরণবাবুর পরিবারের ৫ জন সদস্য করোনা আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছেন তাঁরা। প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল। বিনোদ কুমার ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত। তাঁরাও রয়েছেন হোম আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন সবাই। প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

গত সপ্তাহে কলকাতা পুরসভার মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির একাধিক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত হয়েছেন তাপস রায়, স্বপন সমাদ্দার-সহ একাধিক জনপ্রতিনিধি। মেয়রের এক ডেটা এন্ট্রি অপারেটরেরও করোনা ধরা পড়েছে। এবার সংক্রমণ ধরা পড়ল ২ আধিকারিকের।

ওদিকে নার্সিংহোমে ভর্তি রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে। করোনা রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Source: https://bangla.hindustantimes.com/bengal/kolkata/osd-to-kolkata-mayor-kalicharan-banerjee-got-covid19-31641205558962.html