আলোর বাজিতে আলোকময় হবে কলকাতা, আঁধারে ডুববে চম্পাহাটি, নুঙ্গি – mzamin.com

কলকাতা নিউজ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

কলকাতা কথকতা (৩৩ মিনিট আগে) নভেম্বর ৪, ২০২১, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টকে অনুসরণ করে আজ কালীপুজোয় রাতে এবং কাল দিওয়ালির রাতে আটটা থেকে দশটা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর অর্থাৎ আলোর বাজিতে সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ রাতে আলোর মালায় সাজবে মহানগরী। ফুলঝুরি, রংমশাল, ইলেকট্রিক তার প্রভৃতির রঙিন আলোয় উদ্ভাসিত হবে কলকাতা। কিন্তু, কলকাতার অদূরেই দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি ও নুঙ্গি আঁধারে ডুববে। শব্দ এবং আলোর বাজি বিক্রি করে পেট চলে এই দুই জায়গার মানুষের। কলকাতা হাইকোর্টের রায়ের পর বাজি ব্যাবসায়ীদের একটাই প্রশ্ন- খাবো কি? শব্দবাজি নিয়ে টানাপোড়েন, আলোর বাজিতেও সময়ের শৃঙ্খলা। করোনার লকডাউন ইতিমধ্যেই করাল থাবা ফেলেছে। তারপর এই রায়! বুধবার চম্পাহাটির হারার গ্রামে গিয়ে শোনা গেল কান্নার রোল। এই হারার হল চম্পাহাটির বাজির উৎস। ১৩ টি আতশবাজির কারখানা গড়ে উঠেছিল হারারে। অধিকাংশের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। কুটিরশিল্পের মত গ্রামের মেয়েরা বাড়িতে বাজি তৈরি করতো, এখন সব বন্ধ। নুঙ্গিতে বাজি ব্যাবসায়ী টোটো চালাচ্ছে, ফল বিক্রি করছে। কলকাতা আজ যখন আলোর মালায় সাজবে তখন দীপ জ্বলবে না চম্পাহাটি বা নুঙ্গিতে। পুলিশ কলকাতার বাজি দোকানগুলিতে হানা দেওয়া শুরু করেছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু শব্দ বাজি। এরপর নুঙ্গি, চম্পাহাটির মন ভালো থাকে কিভাবে? মনের যে গভীর, গভীরতর অসুখ এখন!

Source: https://www.mzamin.com/article.php?mzamin=300443