সোমবার শপথ নেবেন কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব – Bangla Hindustan Times

কলকাতা নিউজ

দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে পূরণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সোমবার সকাল ১১টায় শপথ নেবেন তিনি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন রাজেশ বিন্দল। শনিবার তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি হন। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ঘোষণা করে প্রকাশ শ্রীবাস্তবের নাম। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি।

সোমবার প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[embedded content]

গত ২৮ এপ্রিল অবসর নেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ। তার পর থেকে শূন্য ছিল পদটি। প্রকাশ শ্রীবাস্তব হবেন কলকাতা ১৫৯ বছরের ইতিহাসে ৪২তম প্রধান বিচচারপতি।

১৯৬১ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ১৯৮৭ সালে ওকালতি শুরু করেন তিনি। ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি।

Source: https://bangla.hindustantimes.com/bengal/kolkata/justice-prakash-srivastava-will-take-oath-as-chief-justice-of-calcutta-high-court-on-monday-31633876050150.html