দারুণ জয়ে রেসে টিকে থাকল কলকাতা – নয়া দিগন্ত

কলকাতা নিউজ

প্লে-অফের সম্ভাবনা জোড়ালো করতে জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। সে লক্ষ্যে সফলই শাহরুখের দলটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে সাকিবহীন কেকেআর।

শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৭ রান করে দিল্লি। জবাবে সাত উইকেটে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা। ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে কলকাতা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস। হারলেও ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

জয়ের লক্ষ্যে খেলতে নামা কলকাতার হয়ে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন নিতিশ রানা। ২৭ বলের ইনিংসে তিনি হাঁকান দুটি করে ছক্কা ও চার। ওপেনার সুবমান গিল করেন ৩৩ রান। অধিনায়ক মরগান শূন্য রানে ফিরলেও জয়ের জন্য মিডল অর্ডারে অবদান রাখেন সুনিল নারিনে। ১০ বলে এক চার ও দুই ছক্কায় ২১ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

এর আগে ব্যাট করতে নামা দিল্লির হয়ে বলতে গেলে তিনজনই রান করেছেন। সর্বোচ্চ ৩৯ রান করেন দুজন। তারা হলেন- স্টিভেন স্মিথ ও অধিনায়ক রিশব পন্থ। ওপেনার শিখর ধাওয়ান করেন ২৪। রানের খাতা খুলতে পারেননি তিনজন। দুই অঙ্কের রান ছুঁতে পারেননি চারজন।

বল হাতে কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন, সুনীল নারিনে ও ভেক্টেশ আয়ার। এক উইকেট পান কেকেআরের হয়ে অভিষেক হওয়া কিইউ পেসার টিম সাউদি।

Source: https://www.dailynayadiganta.com/cricket/611929/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE