Narada Case Update: জামিনে স্থগিতাদেশ প্রত্যাহার হোক, আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চার নেতা – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: জামিনের নির্দেশের উপরে স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ধৃত চার নেতার আইনজীবীরা৷ এ দিন দুপুরেই এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের দৃষ্টি আকর্ষণ করবেন ধৃত চার নেতার আইনজীবীরা৷

সোমবার নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে৷ যদিও সন্ধেবেলাই সিবিআই বিশেষ আদালত থেকে জামিন পান তাঁরা৷ কিন্তু রাতে সিবিআই-এর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের দেওয়া এই জামিনের নির্দেশের উপরে আগামিকাল, বুধবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট৷

সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতি এবং আবেদনকারী নেতা মন্ত্রীদের শারীরিক অবস্থার কথা উল্লেখ করেই জামিনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করা হবে৷ পাশাপাশি, গতকাল কলকাতা হাইকোর্টের শুনানিতে যেহেতু চার নেতা মন্ত্রীর আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরার সুযোগ পাননি, তাই সেই বিষয়টিও তুলে ধরবেন তাঁরা৷ আজই যাতে এই আবেদনের শুনানি হয়, সেই অনুরোধও করা হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে৷

ধৃত চার নেতার আইনজীবীদের যুক্তি, সিবিআই মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল৷ কিন্তু তার পরিপ্রেক্ষিতে জামিনের উপরেই স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে৷ নিজেদের যুক্তি সাজিয়ে এই নির্দেশ প্রত্যাহার করার আবেদনই এ দিন জানাবেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায়ের আইনজীবীরা৷

Arnab Hazra

Source: https://bengali.news18.com/news/kolkata/four-leaders-arrested-in-narada-case-to-move-calcutta-high-court-for-bail-today-dmg-598768.html