স্বস্তির বার্তা, কলকাতা-সহ একাধিক জেলায় আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস – News18 Bangla

কলকাতা নিউজ

বুধবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশকিছু জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় রাজ্য জুড়ে স্বস্তির আবহাওয়া। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে যায় গতকাল। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি নিচে নেমে যায় ২১.২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 6 ডিগ্রি নিচে নেমে যায় ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে ২৪.৫ ডিগ্রি ছিল।

Source: https://bengali.news18.com/photogallery/kolkata/forecast-of-rainfall-in-kolkata-and-other-districts-dc-593408.html