ফের তাপপ্রবাহের সতর্কবার্তা, হতে পারে ঝড়-বৃষ্টিও, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে – Oneindia Bengali

কলকাতা নিউজ

তাপপ্রবাহের সতর্কবার্তার সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

আগামী ২৪ ঘন্টায় রাজস্থানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী তিনদিনের মধ্যে বিদর্ভ এবং ৭-৯ এপ্রিলের মধ্যে মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় একই পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে বিচ্ছিন্ন বৃষ্টির পাশাপাশি তুষারপাত হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে। বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে পঞ্জাব, হরিয়ানায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দুদিন দিনের তাপমাত্রার পরিবর্তন হবে না। পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে। আর পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২২.৯ (২৩.৬)

বালুরঘাট ২০.২ (১৯.৮)

বাঁকুড়া ২২.৪ (২৩.৯)

ব্যারাকপুর ২২.৮ (২৫.৮)

বহরমপুর ১৯.৬(২১.২)

বর্ধমান ২২.৬ (২৪.৮)

ক্যানিং ২০.৬ (২৬)

কোচবিহার ১৭ (১৮.৬)

দার্জিলিং ১০.৫ (৯.৮)

দিঘা ২৪.২ (২৭)

কলকাতা ২২.৬ (২৬.৫)

মালদহ ১৯.৫ (২৪.৫)

পানাগড় ২১.৬ (২৫.১)

পুরুলিয়া ২০.১ (১৯.৫ )

শিলিগুড়ি ১৬.৮ (১৬.৮)

শ্রীনিকেতন ১৯.৫ ( ২৪)

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/weather-report-kolkata-and-west-bengal-reaches-second-highest-on-05-april-2021-129497.html