করোনার সেকেন্ড ওয়েভে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা-উত্তর ২৪ পরগনায়. আক্রান্ত ৫০০-র উপরে – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

image

বাংলায় করোনার উদ্বেগজনক পরিস্থিতির শিখরে রয়েছে সেই দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টার শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ। সেইসঙ্গে সক্রিয়ের সংখ্যা বেড়ে চার হাজার প্রায়। বাংলার জেলাগুলির মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা-সহ শহরতলির জেলাগুলিতেই উদ্বেগ বেশি।

করোনার সেকেন্ড ওয়েভে উদ্বেগজনক কলকাতা-উত্তর ২৪ পরগনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১৯০০-র উপরে। বাংলায় ১৯৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬০৬। উত্তর ২৪ পরগনায় ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১৩১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৬২৪৩। শুধু এদিনই কলকাতায় ৬০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৯১২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৯৮৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৮০৫৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৩১৩০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৮৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৮৪৩৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৭৫৬৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৪ জন। হুগলিতে ৮২ জন বেড়ে আক্রান্ত ৩০৫২৯ জন।

  • করোনার নাছোড় ধাক্কাকে ছক্কা হাঁকিয়ে মুম্বইয়ে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর মহারাষ্ট্র প্রশাসন ও বিসিসিআই
  • ফের করোনায় কাবু গোটা দেশ! থমকাবেনা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, দাবি অর্থমন্ত্রকের রিপোর্টে
  • adg_65_100x83
  • সংক্রমণ ঠেকাতে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা, করোনার বাড়বাড়ন্তে লকডাউনের পথে মহারাষ্ট্র?
  • টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত একঝাঁক ডাক্তারি পড়ুয়া, দেশজুড়ে বাড়ছে উদ্বেগ
  • হেপাটাইটিসের ওষুধেই সারবে করোনা? কেন্দ্রের কাছে ছাড়পত্র চাইল জাইডাস ক্যাডিলা
  • কোভিড বাড়তেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, নেওয়া হবে কোন পদক্ষেপ?
  • ‌বস্তির ১০০ জন প্রবীণ নাগরিকের টিকাকরণের ব্যবস্থা করলেন টলিউডের এই অভিনেত্রী
  • করোনার জেরে মাঝপথে ভোট বন্ধের আশঙ্কা, বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন মমতা
  • ‌সংক্রমণ বাড়ছে, হাসপাতালে নেই বেড, ‘‌ট্রিয়াজ’‌ পদ্ধতিতে রোগীদের চিকিৎসা পুনের হাসপাতালে
  • বলিউডের এই দুই তারকা এবার করোনায় আক্রান্ত, পোস্ট সোশ্যাল মিডিয়ায়
  • অক্ষয়ের পর তাঁর ছবি ‘‌রাম সেতু’‌র ৪৫ জন জুনিয়র শিল্পী করোনা পজিটিভ
  • ভাঙল ৭ মাসের পুরনো রেকর্ড, দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকা, ব্রাজিলকেও পিছনে ফেলল ভারত

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/corona-infection-increased-anxiety-with-kolkata-and-north-24-pargana-again-129591.html