জানুয়ারিতে হচ্ছে না আন্তর্জাতিক কলকাতা বইমেলা – News18 বাংলা

কলকাতা নিউজ

করোনা আবহে জানুয়ারি মাসে হচ্ছে না আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

  • Share this:

#কলকাতা: করোনা আবহে জানুয়ারি মাসে হচ্ছে না আন্তর্জাতিক  কলকাতা বইমেলা।  ২৪ ডিসেম্বর পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের বৈঠকে সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি ও আন্তর্জাতিক মান মাথায় রেখেই সিদ্ধান্ত গিল্ডের। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে 27 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত 45 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু মুজিবুর রহমান  ও বাংলাদেশ মহাযুদ্ধের 50 বছরকে মাথায় রেখে  এবারের ফোকাল থিম বাংলাদেশ।  গিল্ডের সাধারণ সম্পাদক( সাম্মানিক) ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ” জানুয়ারীতে হচ্ছে না। আন্তর্জাতিক অন্যান্য  বইমেলাও পিছিয়ে দেওয়া হয়েছে। আমরাও কয়েকমাস পিছিয়ে দিলাম। ভ্যাক্সিন এলে  সুস্থ পৃথিবীতে এই বইমেলা হবে।”

শুধু বাংলাদেশ নয়,  ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া আমেরিকার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।  আন্তর্জাতিক বিমান বন্ধ থাকায় বইমেলায় আমাদের অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে তাঁরা জানিয়েছেন,  কয়েক মাস পরে করোনার প্রকোপ কমলে বইমেলা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবেন।  তাই কয়েক মাস পরে প্রকোপ কমলে বইমেলা করার বিষয়ে আয়োজকরা ভাবছেন। উল্লেখ্য,বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল তা 17 মার্চের বদলে 17 ডিসেম্বর পর্যন্ত চলবে।

গিল্ডের সাধারণ সম্পাদক বলেন, “বিভিন্ন প্রকাশকরা এক দুঃসময়ের মধ্য দিয়ে চলেছেন।  লকডাউনের সময় মানুষের বই পড়া বাড়লেও দোকানে এসে মানুষ বই কিনেছেন কম। আমফানে অনেক বই নষ্ট হয়ে গিয়েছে। ফলে অনেক স্টল ছোট হয়ে যাওয়ার আশঙ্কা করছি। কিন্তু আন্তর্জাতিক যে  মান রয়েছে,  তা নিয়ে আমরা আপোশ করতে রাজি নয়। ”

সামনেই বিধানসভা ভোট। কোনওভাবে সরকার পরিবর্তন হলে বইমেলা কমিটি কি যথেষ্ট সাহায্য পাবে?  ত্রিদিববাবুর দাবি, “সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে বইমেলা চালু হয়েছিল। তারপর বাম জমানা, তৃণমূল আমলে এগিয়ে চলেছে। বইমেলা কমিটি তার অরাজনৈতিক সত্ত্বা ধরে রাখবে। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস— যেই আসুক। অসুবিধা হবে বলে মনে হয় না।”

গত ৪৫ বছরে নানা উত্থান-পতনের সাক্ষ্মী কলকাতা বইমেলা। কলকাতা ময়দান, যুবভারতী ক্রীড়াঙ্গন, মিলন মেলা প্রাঙ্গন হয়ে বিধাননগরের সেন্ট্রাল পার্ক — বারবার বদলেছে ঠিকানা। এবার বদলাচ্ছে তারিখ। গিল্ডের যদিও দাবি, কয়েকমাস পরে হলেও করোনার প্রকোপ কমলে সুস্থ পৃথিবীতে বইমেলা হবেই।  যদিও আপাতত বইমেলা স্থগিত হওয়ায় অনেকটাই ধোঁয়াশায় বই বিক্রেতারা।

রিপোর্ট: শিবাশিস মৌলিক

Published by:
Akash Misra

First published:
December 27, 2020, 4:49 PM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-book-fair-postpone-am-540882.html