ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ৬টি ড্রোন – ভয়েস অফ আমেরিকা – VOA Bangla

কলকাতা নিউজ

ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ৬টি ড্রোন। বিমানবন্দরে শুল্ক দফতর সেগুলি আটক করেছে। ওই ড্রোনগুলিকে ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন।

নজরদারি ওই ড্রোনগুলি চীiনে তৈরি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে। ড্রোনগুলি কলকাতায় যারা আমদানি করছিল তাদের এক প্রতিনিধির কাছ থেকে একটি প্রতিরক্ষা মন্ত্রকের লাইসেন্স পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। কিন্তু সেই লাইসেন্সটি সঠিক কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ ওই ধরনের লাইসেন্স ইস্যু করতে পারে না প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য প্রয়োজন অসামরিক বিমান পরিবহন দফতরের অনুমতি। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে একাধিক কেন্দ্রীয় সংস্থা। কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রের খবর, এই ড্রোন গুলি গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় এসে পৌঁছায়। প্রথমে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হলেও পরে সমস্যা হয়। এই ড্রোনগুলি কলকাতার গার্ডেনরিচে আরব খান বলে একজনের নামে পাঠানো হয়েছিল। গোটা বিষয়টি প্রতিরক্ষা দফতরের নজরদারিতে রয়েছে বলেই খবর।

Source: https://www.voabangla.com/a/india-drone-from-france/5603349.html