এই মুহূর্তে কলকাতার সেরা ১০ খবর,যা আপনাকে ভাবাবেই – Asianet News Bangla

কলকাতা নিউজ

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ। তার মধ্য়ে থেকেও বেছে আনা কিছু খবর। সময়ে সময়ে যার আপডেট পাবেন আপনি। তাই কলকাতাকে জানতে খবরে থাকুন,খবর রাখুন। 

১) লকডাউনের মধ্য়েও খোলা থাকবে সব ব্যাঙ্ক। সাধারণ মানুষকে পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকেই পাওয়া যাবে সব ব্যাঙ্কের পরিষেবা। তবে সোশ্য়াল ডিস্ট্যান্সিং মেনে যথাযথ ব্য়বস্থা রাখা হবে ব্যাঙ্কগুলিতে। কদিন আগেই লকডাউনে ব্যাংক পরিষেবা দেওয়ার কথা বললেও  বেশকিছু বিধিনিষেধ জারি করেছে ব্যাঙ্কিং সেক্টর। তবে এবার সে পথে হাঁটছে না ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন।সোমবার থেকে খোলা থাকছে সব ব্যাঙ্ক, লকডাউনে সুবিধা দিতেই সিদ্ধান্ত.

২)রাজ্য়ের প্রথম করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ এল। আপাতত সুস্থতার দিকে লন্ডন ফেরত আমলা পুত্র। নাইসেড সূত্রে খবর, তাঁর প্রথম টেস্ট নেগেটিভ এসেছে। আরও একবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হবে। আগামীকাল সেই পরীক্ষা হবে। একদিন অন্তর এই করোনা পরীক্ষা হয়ে থাকে। দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এলেই ওই রোগীকে সুস্থ বলে ঘোষণা করবে স্বাস্থ্য় দফতর। যদিও নিয়ম মেনে আগামী ১৪ দিন হাসপাতালেই কাটাতে হবে আমলা পুত্রকে।রাজ্য়ের প্রথম করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ, ক্রমশ সুস্থ আমলা পুত্র

৩) করোনাভাইরাস গোষ্ঠী সংক্রমণের ভয়ে তটস্থ সারা বিশ্ব। সেই তালিকায় বাদ নেই ভারতও। যার জেরে করোনা রুখতে একদিনের জনতা কার্ফুর পর টানা ২১ দিনের জন্য দেশ লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এদিকে গোষ্ঠী সংক্রমণের তীব্র ভয় দেশের সংশোধনাগার গুলিতেও। তাই গোষ্ঠী সংক্রমণ রুখতে রাজ্যের সংশোধনাগারে ‘করোনা’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় মোট ৩০৭৮ বন্দীর।  সংক্রমণ রুখতে সংশোধনাগারে বড়সড় পদক্ষেপ, রাজ্য়ে ‘করোনা’ মুক্তি ৩০৭৮ বন্দীর

৪)প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার পরও নিজেই রোজ রাস্তায় নামছেন মুখ্য়মন্ত্রী। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য় বিজেপির সভাপতি  দিলীপ ঘোষ। বিজেপি নেতার প্রশ্ন, মুখ্য়মন্ত্রী হয়ে নিজেই লকডাউন ভাঙছেন মুখ্য়মন্ত্রী। তাহলে রাজ্য়বাসী তাঁর থেকে কী শিক্ষা নেবে।রাজ্য়ের সাম্প্রতিক চিত্র বলছে, করোনা মোকাবিলায় নিজেই রাস্তায় নেমেছেন মুখ্য়মন্ত্রী। ‘সোশ্য়াল ডিস্ট্যান্সিং’ বোঝাতে কলকাতার একাধিক বাজারে রাস্তায় দাগ কেটেছেনমমতা। দেখিয়ে দিয়েছেন কীভাবে দূরত্ব বজায় রাখলে করোনা থেকে রক্ষা পাওয়াা যাবে। যদিও মুখ্য়মন্ত্রীর এই সাধু উদ্য়োগে আখেরে ক্ষতি দেখছেন বিজেপির রাজ্য় সভাপতি। লকডাউনে রাস্তায় কেন দিদি, ‘ভাইরা কী শিখবেন’ প্রশ্ন দিলীপের

৫)একই দিনে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়ালো তিন । যার জেরে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে এখন ১৮ । নাইসেড সূত্রে খবর, শনিবার সন্ধ্য়ায় উত্তরবঙ্গের ওই ব্যক্তির রিপোর্ট  পজিটিভ আসে। এর আগে বিকেলে  সংক্রমণের শিকার হন একই পরিবারের দুই মহিলা। সূত্রের খবর, নয়াবাদের করোনা আক্রান্তের সংস্পর্শে এসেই আক্রান্ত হয়েছেন ওই দুই মহিলা।  এদের মধ্য়ে একজন ৭৬ বছরের বৃদ্ধা। অন্যজন ৫৬ বছরের প্রৌঢ়া।এবার করোনা আক্রান্ত উত্তরবঙ্গে, রাজ্য়ে সংখ্যা বেড়ে ১৮

৬)কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের গাছাড়া মনোভাবে চটেছে রাজ্য়ের স্বাস্থ্য়  দফতর। সূত্রের খবর, দিল্লিতে কোয়ারিন্টিন ভেঙে সম্প্রতি রাজ্য়ে ঢুকেছে নদিয়ার তেহট্টের পরিবার। যার জেরে এক দিনে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫। স্বাস্থ্য় দফতেরের অভিযোগ, কোয়ারান্টিন ভেঙে ওই পরিবারের পালানোর কথা আগে জানলে প্রতিরাধক ব্যবস্থা নিত রাজ্য় সরকার। কিন্তু তথ্য না জানায় তার  কোনও সুযোগই পায়নি  তারা।বাংলার করোনায় দিল্লির গাফিলতি,তেহট্টের আক্রান্ত নিয়ে তথ্য় দেয়নি কেন্দ্র

৭)ফের রাজ্য়ে করোনার গ্রাসে আরও দুই। এবার সংক্রমণের শিকার একই পরিবারের দুই মহিলা। সূত্রের খবর, নয়াবাদের করোনা আক্রান্তের সংস্পর্শে এসেই আক্রান্ত হয়েছেন ওই দুই মহিলা।  এদের মধ্য়ে একজন ৭৬ বছরের বৃদ্ধা। অন্যজন ৫৬ বছরের প্রৌঢ়া। মনে করা হচ্ছে, রাজ্যের দশম করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ নয়াবাদের ব্যক্তি এগরার বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখানে এনারাও ছিলেন বলে মনে করা হচ্ছে। সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ঠিক পরিষ্কার হচ্ছে না। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এগড়ায় বিয়েবাড়ি থেকে দুই মহিলার করোনা ! নয়াবাদের আক্রান্ত থেকেই সংক্রমণ.

৮)করোনা রুখতে এবার ময়দানে সুচিত্রা সেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি। লকডাউন মোকাবিলায় তাঁকেই আদর্শ ভাবছে নেটিজেনরা। যা দেখে কিংবদন্তি অভিনেত্রীর গুণমুগ্ধরাও বলছেন , এভাবেও বেঁচে থাকা যায়। করোনা রুখতে সুচিত্রা সেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ছবি

৯) করোনা রুখতে রাজ্য় জুড়ে চলছে লকডাউন। আর তারই মধ্য়ে  এবার সাহায্য়ের হাত এগিয়ে দিল কলকাতা পুলিশ প্রশাসন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রবীণ-দুঃস্থদের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দিল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে জানা গিয়েছে, ফুলবাগান থানার তরফে ১৫০০ জনের, নারকেলডাঙা থানার তরফে ২৩০ জনের, এন্টালি থানার তরফে ৩৩৬ জনের এবং ট্যাংরা থানার তরফে ২৪০ জনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে, শহরের নাইট শেল্টারগুলিতে থাকা নাগরিকদের খাবারের ব্যবস্থা করেছে কলকাতা পৌরসভা।  নিজেদের জীবন বিপন্ন করে সাধারণের পাশে কলকাতা পুলিশ, দেখুন সেরা ১২টি ছবি

১০) করোনা ভাইরাস নিয়ে ভুয়ো পোস্টের জেরে এবার গ্রেফতার করা হল কাঁকিনাড়ার এক যুবককে। অভিযোগ, ফেসবুকে এক যুবকের ছবি দিয়ে তাকে করোনা আক্রান্ত হিসাবে দেখিয়েছে অভিযুক্ত। শুধু ওই যুবকই নয়, তাঁর সন্দেহের তালিকায় ছিল ওই যুবকের পরিবারও। যার জেরে যুবক সহ ওই সন্দেহভাজন পরিবারের সদস্যদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যায় স্বাস্থ্য কর্মীরা। যদিও সন্দেহভাজন ওই যুবক সহ তার পরিবারের সদস্যরা কেউই করোনা ভাইরাসের সংক্রমণের আক্রান্ত হয়নি বলে জানিয়ে দেন ডাক্তাররা।সন্দেহের বশে যুবককে করোনা আক্রান্ত তকমা, ফেসবুক পোস্টে জেলে কাঁকিনাড়ার বাসিন্দা.

Source: https://bangla.asianetnews.com/kolkata/ten-top-news-of-kolkata-q7xs9w