‘বাংলাদেশ মর্যাদা দিয়েছে, কলকাতা দেয়নি’ – মানবজমিন

কলকাতা নিউজ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৪ই জানুয়ারি থেকে।  আর এখানে নিজের বানানো প্রথম সিনেমা প্রদর্শনী উপলক্ষে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালক শ্রীলেখা মিত্র। ১৬ই জানুয়ারি ঢাকা জাতীয় জাদুঘরে তার পরিচালিত ও অভিনীত ‘এবং ছাদ’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এবারের সফরে ৫ দিন থাকবেন ঢাকায়।  বাংলাদেশ সফর ও নতুন সিনেমা নিয়ে তিনি ‘এবং ছাদ’ প্রদর্শনীর পর পর মুখোমুখি হন সাংবাদিকদের। তবে কলকাতায় তার নিজের সিনেমা সেখানকার ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। শ্রীলেখা বলেন, বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিরাট একটি প্ল্যাটফরম। আমাদের নিজেদের কলকাতা ফিল্ম ফ্যাস্টিভ্যালে আমার সিনেমা নির্বাচিত হয়নি। তবে বাংলাদেশে আমার নির্মাণের সিনেমা নির্বাচিত হয়েছে। আর এটা তো আমার জয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ আমাকে মর্যাদা দিয়েছে কিন্তু কলকাতা দেয়নি। এদিকে শ্রীলেখা জানান, বাংলাদেশের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এই সিনেমায় তার সঙ্গে জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে দেখা যাবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে তার কাজ শুরু হবে। বাংলাদেশের শিল্পীদের প্রসঙ্গে শ্রীলেখা বলেন, চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লাগে। আরেকজন ভদ্রলোক আছেন, মোশাররফ করিম, তিনি অসাধারণ। অসম্ভব ভালো। এর বাইরে বাংলাদেশের আরও অনেকের অনেক নাটক সিনেমা তো দেখি কিন্তু এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। নিজের পিতার দেশ বলতে বাংলাদেশকে উল্লেখ করে আবেগআপ্লুত শ্রীলেখা বলেন, আমার বাবার ফরিদপুর এবং মাদারীপুরে জমিদার বাড়ি ছিল। আর সেখানে আমার বাবাকে নিয়ে আমি শেষবার বাংলাদেশে এসে গিয়েছিলাম। আজকে আমার বাবা নেই। আমি আমার বাবাকে এদেশে এসে খুবই মিস করছি।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiJmh0dHBzOi8vbXphbWluLmNvbS9uZXdzLnBocD9uZXdzPTM4ODI20gEA?oc=5