বাংলাদেশি পোর্টালে চটকদার খবর, কলকাতার সাইবার ক্রাইমে অভিযোগ করেছিলেন শ্রীলেখা – প্রথম আলো

কলকাতা নিউজ

বাংলাদেশের মানুষের প্রতি মুগ্ধতার শেষে নেই টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। তাঁর জন্ম ভারতে হলেও পূর্বপুরুষের ভিটা বাংলাদেশে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গতকাল প্রদর্শিত হয়েছে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’।
প্রদর্শনীর পর সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরে সাংবাদিকদের সামনে আসেন নির্মাতা শ্রীলেখা। বাংলাদেশের প্রশংসার পাশাপাশি একটি অনুরোধও জানিয়েছেন তিনি। শ্রীলেখা বলেন, ‘অনেকগুলো পোর্টাল আমার নামে অনেক ভুয়া খবর বের করে। না জেনে, না বুঝে চটকদার শিরোনাম করবেন না। আমি তো একটা মানুষ। আমি অনেক মজা করি, মজাটাকে মজার মতো করে নিন। তার অপব্যবহার করে দর্শককে ভুল দিকে চালিত করবেন না, এটা আমার অনুরোধ বাংলাদেশের পোর্টালের প্রতি।’

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHBzOi8vd3d3LnByb3Rob21hbG8uY29tL2VudGVydGFpbm1lbnQvNW56OWI0emcyYtIBPWh0dHBzOi8vd3d3LnByb3Rob21hbG8uY29tL2FtcC9zdG9yeS9lbnRlcnRhaW5tZW50LzVuejliNHpnMmI?oc=5