মেঘলা আকাশের জের, অনেকটাই বাড়ল শহরের তাপমাত্রা! সংক্রান্তিতেও ‘ছুটিতে’ থাকবে শীত – Anandabazar Patrika

কলকাতা নিউজ

সকাল থেকেই মুখ ভার কলকাতার আকাশের। মেঘলা আবহাওয়ায় শীতও এক ধাক্কায় বেশ খানিকটা কমল। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। অর্থাৎ, পৌষ সংক্রান্তিতে শীতের আমেজ থেকে বঞ্চিত থাকবে রাজ্যবাসী। বঞ্চিত থাকবে নলেন গুড়ের পায়েস এবং পিঠে খাওয়ার মজা থেকেও।

Advertisement

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা গড়াতেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদরা।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিনে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে কমেছে উত্তুরে হাওয়ার দাপট। তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও আবহবিদরা জানিয়েছেন।

আরও পড়ুন:

‘মাত্র ২৫ শতাংশ বাড়িতে ফাটল ধরেছে’, বললেন মুখ্যমন্ত্রী ধামী, ক্ষতিপূরণের টাকা বৃহস্পতিতেই

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও এর প্রভাব পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই থমকে গিয়েছে পারদের ওঠা নামা। কয়েকটি জেলা পারদ ঊধর্বমুখী। অবশ্য দার্জিলিং-কার্শিয়াঙের মতো জেলাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে। এর ফলে সকালের দিকে কমতে পারে দৃশ্যমানতা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMirQFodHRwczovL3d3dy5hbmFuZGFiYXphci5jb20vd2VzdC1iZW5nYWwvd2VhdGhlci11cGRhdGUta29sa2F0YS13ZWF0aGVyLXVwZGF0ZS1vbi0xM3RoLWphbnVhcnktdGVtcGVyYXR1cmUtaXMtZ29pbmctdXAtYWdhaW4taW4tZmVzdGl2ZS1zZWFzb24tb2Ytd2VzdC1iZW5nYWwtZGd0bC9jaWQvMTM5OTE1ONIBsQFodHRwczovL3d3dy5hbmFuZGFiYXphci5jb20vYW1wL3dlc3QtYmVuZ2FsL3dlYXRoZXItdXBkYXRlLWtvbGthdGEtd2VhdGhlci11cGRhdGUtb24tMTN0aC1qYW51YXJ5LXRlbXBlcmF0dXJlLWlzLWdvaW5nLXVwLWFnYWluLWluLWZlc3RpdmUtc2Vhc29uLW9mLXdlc3QtYmVuZ2FsLWRndGwvY2lkLzEzOTkxNTg?oc=5