Abhishek Banerjee News : ‘রোজ খবর হওয়া যদি কারও লক্ষ্য হয়…’, নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ অভিষেকের? – এই সময়

কলকাতা নিউজ
ফের একবার নাম না করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) প্রসঙ্গে সংবাদমাধ্যমে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বছরের প্রথম দিন, রবিবার নয়া তৃণমূল ভবনের ভিতপুজোয় যোগ দিয়েছিলেন অভিষেক। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। SSC সহ সমস্ত চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি নাম না করে ফের একবার বিচার ব্যবস্থা একাংশের প্রতি ক্ষোভ উগরে দেন। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এদিন বলেন, “বিচার ব্যবস্থার মধ্যে কেউ রয়েছেন, যারা মিডিয়ার আলোয় আলোকিত হয়ে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। লার্জার দ্যান লাইভ ইমেজ তৈরির চেষ্টা করছেন। এমনটা হলে কোনওদিন সুবিচার মিলবে না।” রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন।
Abhishek Banerjee : ‘মমতার মধ্যে ভগবান রামকে দেখতে পায়’, জয় শ্রীরাম স্লোগান নিয়ে কটাক্ষ অভিষেকের
কী মন্তব্য করলেন অভিষেক?

রবিবার চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “একদফায় আমি ওঁদের সঙ্গে মিটিং করেছি। কিন্তু, সবটাই একটা আইনি জটিলতার আটকে রয়েছে। SSC চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলের তরফ থেকে এবং আমার সামর্থ্য ও এক্তিয়ার মেনে যতটুকু করার করেছি। দলের তরফ থেকে একটা কথা বারবার স্পষ্টভাবে বলা হয়েছে, যারা যোগ্য তাঁদের সকলের চাকরি হোক। কিন্তু, কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে, সেই আলোর বন্ধনের বাইরে আর বেরতে পারছেন না। রোজ খবর হওয়া যদি কারও লক্ষ্য হয়, চাকরিপ্রার্থীদের বলব, আপনারা সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক। CPIM-এর কিছু আইনজীবী এবং বিচার ব্যবস্থার কেউ, আমি নাম বলব না, টেলিভিশনে ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের একাংশকে বিভ্রান্ত করছেন। নিজে কী করে সংবাদমাধ্যমের আলোয় আলোকিত হয়ে, লার্জার দ্যান লাইভ ইমেজ তৈরি করা যায়, এই যদি লক্ষ্য হয়, কোনওদিন সুবিচার মিলবে না। বিচার ব্যবস্থা নির্ভীকভাবে, নির্ভয়ে , আইনের ভারসাম্য রেখে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার বিষয়টি সুনিশ্তিত করুক।”

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMilwFodHRwczovL2Vpc2FtYXkuY29tL3dlc3QtYmVuZ2FsLW5ld3Mva29sa2F0YS1uZXdzL2FiaGlzaGVrLWJhbmVyamVlLWNvbW1lbnQtb24ta29sa2F0YS1oaWdoLWNvdXJ0LWp1c3RpY2UtYWJoaWppdC1nYW5nb3BhZGh5YXkvYXJ0aWNsZXNob3cvOTY2NjM2NDQuY21z0gGbAWh0dHBzOi8vZWlzYW1heS5jb20vd2VzdC1iZW5nYWwtbmV3cy9rb2xrYXRhLW5ld3MvYWJoaXNoZWstYmFuZXJqZWUtY29tbWVudC1vbi1rb2xrYXRhLWhpZ2gtY291cnQtanVzdGljZS1hYmhpaml0LWdhbmdvcGFkaHlheS9hbXBfYXJ0aWNsZXNob3cvOTY2NjM2NDQuY21z?oc=5