মঙ্গলে কমল শহরের তাপমাত্রা, আরও পারদ পতনের পূর্বাভাস, উত্তর-দক্ষিণে কনকনে ঠান্ডা – Anandabazar Patrika

কলকাতা নিউজ

কলকাতায় আবার খানিকটা কমল তাপমাত্রা। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে আবার পারদ পতন হল শহরে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে খবর, সারা দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। সকালের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন।

Advertisement

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাময়িক ভাবে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। তার সেই কারণেই তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার থেকে ফের পারদ নামার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আগামী কয়েক দিনেও তাপমাত্রা খানিকটা কমবে বলেই আবহবিদরা জানিয়েছেন।

আরও পড়ুন:

মেসি থেকে এমবাপে! আনন্দবাজার অনলাইনের বিচারে বিশ্বকাপের সেরা একাদশে কারা?

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ম বদল, বাড়ির নতুন তালিকায় নাম তোলা নিষেধ পঞ্চায়েতের

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ম বদল, বাড়ির নতুন তালিকায় নাম তোলা নিষেধ পঞ্চায়েতের

কলকাতায় ঠান্ডা আগের থকে কমলেও শীতের আমেজে খামতি নেই। কলকাতা ছাড়াও বাকি জেলাগুলিতেও শীত পড়েছে জাঁকিয়ে। পশ্চিমের জেলাগুলিতে বেশ বেলা পর্যন্ত আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। উত্তরবঙ্গেও বেশ ভালই শীত। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সকাল থেকেই আগুন পোহানোর হিড়িক শুরু হয়েছে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijQFodHRwczovL3d3dy5hbmFuZGFiYXphci5jb20vd2VzdC1iZW5nYWwvYmVuZ2FsLXdlYXRoZXItdXBkYXRlLWtvbGthdGEtd2VhdGhlci11cGRhdGUtb24tMjB0aC1kZWNlbWJlci10ZW1wZXJhdHVyZS1mYWxscy1kb3duLWRndGwvY2lkLzEzOTMwNTXSAZEBaHR0cHM6Ly93d3cuYW5hbmRhYmF6YXIuY29tL2FtcC93ZXN0LWJlbmdhbC9iZW5nYWwtd2VhdGhlci11cGRhdGUta29sa2F0YS13ZWF0aGVyLXVwZGF0ZS1vbi0yMHRoLWRlY2VtYmVyLXRlbXBlcmF0dXJlLWZhbGxzLWRvd24tZGd0bC9jaWQvMTM5MzA1NQ?oc=5