Weather Update: ভোর-সন্ধ্যার শিরশিরানির পথে কাঁটা নিম্নচাপ, কলকাতা-দক্ষিণবঙ্গে ফের কি তবে বৃষ্টি? – TV9 Bangla

কলকাতা নিউজ

Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দিন কয়েক পর বায়ুপ্রবাহের অভিমুখ বদলে ঢুকতে পারে জলীয় বাষ্প।

ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া।

কলকাতা: সকাল-সন্ধ্যার শিরশিরে ভাব কিন্তু এবার কিছুটা হলেও থমকে যেতে পারে! অন্তত তেমনটাই পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ফের গভীর নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। এখনও পর্যন্ত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঠান্ডা আমেজে কাঁটা হতে পারে নিম্নচাপ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দিন কয়েক পর বায়ুপ্রবাহের অভিমুখ বদলে ঢুকতে পারে জলীয় বাষ্প। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে হাজির নতুন ঘূর্ণাবর্ত। বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। তার পর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে চলে আসবে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আন্দামান ও নিকোবরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ভারতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

তবে একটা বিষয় বলতেই হয়, মঙ্গলবার নিয়ে টানা তিন দিন কুড়ি ডিগ্রির নীচে রয়েছে পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। জেলায় ঠান্ডা আমেজ আরও বেশি। আসানসোলে তাপমাত্রা নেমেছে ১১.৮ ডিগ্রিতে। শ্রীনিকেতনে তাপমাত্রা ১২.৫ ডিগ্রি। বাঁকুড়ায় ১৪.৪ ডিগ্রি, বর্ধমানে ১৪.৬ ডিগ্রিতে পারদ।

আপাতত ২-৩ দিন এই ঠান্ডা আমেজ বজায় থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। দু-এক দিন শুধু রাতে-ভোরেই মিলবে ঠান্ডা অনুভূতি। বঙ্গবাসী মনে করেছিলেন, এটাই বুঝি শীত এল! কিন্তু আবহাওয়াবিদরা শোনাচ্ছেন অন্য কথা। নিম্নচাপের কাঁটায় ফের গতিরুদ্ধ হতে পারে হিমেল হাওয়ার।

এই খবরটিও পড়ুন

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পুরোকদমে শীত পড়তে এখনও ঢের দেরি। ভোরের সকালে কুয়াশার আনাগোনা শুরু হলেও বঙ্গবাসী শীতের অনুভূতি কবে পাবেন, তা বলা যাচ্ছে না এখনই।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaGh0dHBzOi8vdHY5YmFuZ2xhLmNvbS9rb2xrYXRhL3dlYXRoZXItdXBkYXRlLWFub3RoZXItZGVwcmVzc2lvbi1mb3JtZWQtb24tYmF5LW9mLWJlbmdhbC1hdTIyLTY4NzEwMS5odG1s0gEA?oc=5