Kolkata Metro: ফের যাত্রী সংখ্যা পার করল ৬ লক্ষের গণ্ডি! কোটির হ্যাটট্রিক কলকাতা মেট্রোয় – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: পঞ্চমীতেই রেকর্ড ভিড় উত্তর-দক্ষিণ মেট্রোয়৷  শুক্রবার এই শাখায় যাত্রী ওঠা নামা করেছে ৭ লক্ষ ৪২ হাজার ১৯৩ জন। আর এই বিপুল সংখ্যক যাত্রীদের আসা যাওয়ায় মেট্রো রেলের দৈনিক আয়ের অঙ্ক গিয়ে ছুঁয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৬৭৮ টাকা। এই আয় দেখে খুশি মেট্রো আধিকারিকরা।

২০২০ সালের জানুয়ারি মাসের পর মেট্রোর এক দিনে আয় এক কোটি টাকার বেশি পৌছে গেল। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ২৮,  ২৯, ৩০ তারিখ তিন দিনেই যাত্রী সংখ্যার নিরিখে কলকাতা মেট্রোরেল আয় করল এক কোটি টাকা বা তার বেশি আয় করল। ২০২০ সালের ৬ মার্চের পর মেট্রোয় যাত্রী সংখ্যা ৬ লক্ষের বেশি হয়েছিল চলতি মাসের ১৯ তারিখ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পথে যাত্রী সংখ্যা ছুঁয়ে গিয়েছিল ৬ লক্ষ ১২ হাজার ৬০৩ জন। পুজো আসতেই যাত্রী ৬ লক্ষ হওয়ায় খুশি মেট্রো। আর ২৮ সেপ্টেম্বর যাত্রী হল দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পথে ৬ লক্ষ ৭০ হাজার। ১৯ সেপ্টেম্বর এর আগে ৬ লক্ষ যাত্রী হয়েছিল উত্তর-দক্ষিণ করিডরে।

আরও পড়ুন –   ATM Fraud: এটিএমে সব কিছু করেও টাকা মিলত না, সিসিটিভি ফুটেজের তদন্তে বড় ষড়যন্ত্র ফাঁস

পিছিয়ে নেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর। শিয়ালদহ স্টেশন চালু হতেই বাড়ছিল যাত্রী। এবার ১৯ তারিখ যাত্রী সংখ্যা পেরিয়ে গিয়েছিল ৪০ হাজারের গণ্ডি। গত ২৮ সেপ্টেম্বর যাত্রী হল সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ৪২ হাজার। দীর্ঘদিন পরে মেট্রোয় যাত্রীর খরা কাটার আশা দেখছেন আধিকারিকেরা। দৈনিক যাত্রী সংখ্যার নিরিখে চলতি বছরের জুন মাসে এক বার পাঁচ লক্ষের গণ্ডি পেরিয়েছিল মেট্রো। তার আগের কয়েক মাসে যাত্রী সংখ্যা ঘোরাফেরা করেছে সাড়ে চার থেকে পাঁচ লক্ষের মধ্যে। দৈনিক যাত্রী সংখ্যার নিরিখে জুনে এক বার পাঁচ লক্ষের গণ্ডি কোনওমতে পার হলেও চলতি মাসে সেই প্রবণতা ক্রমেই ঊর্ধ্বমুখী। গত ৬ জুলাই উত্তর-দক্ষিণ মেট্রোয় সফর করেছেন ৫ লক্ষ ৭০ হাজার যাত্রী। তার পরের দিন ওই সংখ্যা ছিল পাঁচ লক্ষ চার হাজার।

আরও পড়ুন –  Weather Update: মৌসুমী বায়ু ফিরতে পারছে না, বৃষ্টি একাধিক রাজ্যে, জমিয়ে ঠাকুর দেখার পথে কি বাধা বৃষ্টি

২১ জুলাই তৃণমূলের সমাবেশের দিনে মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষ ২ হাজার। পরের দিন তা এক লাফে পৌঁছয় ৫ লক্ষ ৩১ হাজারের কোঠায়।মেট্রো সূত্রের খবর, অতিমারি পর্বের তুলনায় এখনও গড়ে এক লক্ষ ১০ হাজার যাত্রী কম সফর করছেন। তবে পুজো এগিয়ে আসায় দীর্ঘ দিনের খরা কাটার সম্ভাবনা দেখা দিচ্ছে। ব্যবসায়িক প্রয়োজন-সহ আরও নানা কাজে মানুষের কলকাতা আসার প্রবণতা বাড়ছে। নিয়মিত যাত্রীদের পাশাপাশি বাড়তে শুরু করেছে টোকেন ব্যবহার করে সফর করেন, এমন যাত্রীদের সংখ্যাও।

রেল এবং মেট্রো আধিকারিকদের মতে, অতিমারির প্রভাবে যাত্রীদের একাংশ এখনও আগের যাতায়াতের মাধ্যমে ফিরে আসেননি। অনেকে মনে করছেন, অতিমারি-পর্বে কাজ হারানো এর অন্যতম কারণ।বেশ কিছু যাত্রী বাইক, স্কুটার ব্যবহার করায় মেট্রোয় তাঁদেরও আনাগোনা অনিয়মিত। তবে পুজো এগিয়ে আসায় অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর বৃদ্ধি পাওয়াকে যাত্রী সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন মেট্রোর আধিকারিকেরা। তুলনায় ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আশাতীত সাফল্য চোখে পড়ছে আধিকারিকদের। শিয়ালদহ স্টেশন পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হওয়ার পরে দৈনিক ৩৫ হাজার যাত্রী মিলবে বলে আশা করেছিলেন সংস্থার কর্তারা।

গত ১৪ জুলাই পরিষেবা শুরু হওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা গড়ে ৩০-৩৬ হাজারের মধ্যে থাকছে। তবে ২০ জুলাই ওই মেট্রোয় ৪৩ হাজার যাত্রী সফর করেছেন। মেট্রো সূত্রের খবর, সেক্টর ফাইভ যাওয়ার জন্য যাত্রীদের বড় অংশ বিধাননগর রোড স্টেশনে নেমে অটো বা বাস বেছে নেওয়ার বদলে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে প্রাধান্য দিচ্ছেন। পাশাপাশি, রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিষেবা চালু থাকায় সেক্টর ফাইভ থেকে ফিরতি পথেও যাত্রী বাড়ছে।

ABIR GHOSHAL

Published by:Debalina Datta

First published:

Tags: Durga Puja 2022, Kolkata metro

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-metro-earning-crosses-crore-rupees-marks-in-durga-panchami-dd-897752.html