স্বাধীনতার ৭৫-এ আলোকিত কলকাতা: রাজীব বসুর ক্যামেরায় – খবর অনলাইন

কলকাতা নিউজ
আলোকিত ভিক্টোরিয়া মেমোরিয়াল।

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উৎসব। কলকাতা মহানগরীও মেতেছে সেই উৎসবে।

সোমবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। মহা ধুমধামে এই মহোৎসব উদযাপন করার জন্য চলছে প্রস্তুতি। স্কুল-কলেজে তো বটেই, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান।

রেড রোডে প্যারেডের মহড়া।

ওই দিন মূল সরকারি অনুষ্ঠানটি হবে রেড রোডে। চলবে প্যারেড। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই প্যারেডের মহড়া অনুষ্ঠিত হল।

ছৌশিল্পীদের অনুশীলন রেড রোডে।

এ দিকে শহরের আইকনগুলি জাতীয় পতাকার তেরঙা আলোয় আলোকিত করা হয়েছে। শুধু তা-ই নয়, বহু রাস্তাও আলোকিত করা হয়েছে। মোদ্দা কথা, স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে সেজেছে মহানগরী কলকাতা।     

  

আলোকিত রাজভবন।
আলোকিত হাওড়া সেতু।
আলোকিত হাইকোর্ট।
শনিবারের রেড রোড।

আরও পড়তে পারেন

বিনামূল্যের রেশন প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা শিবির, সবাইকে এগিয়ে আসার আহ্বান

‘জেলে যেতে ভয় নেই, সামাজিক সম্মানহানিতে ভয়’, উদ্বিগ্ন ফিরহাদ হাকিম

‘শূন্য রানে আউট হওয়ায় ৩-৪টে থাপ্পড় মেরেছিলেন আইপিএল টিমের মালিক’, বিস্ফোরক অভিযোগ রস টেলরের

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই, জানুন বিস্তারিত

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।

বিজ্ঞাপন

Source: https://www.khaboronline.com/news/kolkata/kolkata-is-celebrating-75-years-of-independence-day-in-the-lens-of-rajib-basu/