Birbhum: সিউড়ি থেকে কলকাতা যাবার বাসের তালিকা ও সময়সূচী – News18 বাংলা

কলকাতা নিউজ

বীরভূম : সিউড়ি থেকে কলকাতা অথবা অন্য কোন জায়গা যাওয়ার ক্ষেত্রে ট্রেন যোগাযোগ একেবারেই জঘন্য। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কারণ কাজের জন্য যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে ভরসা করতে হয় একমাত্র সকালের ময়ূরাক্ষী এক্সপ্রেসের উপর। এছাড়া রয়েছে হুল এক্সপ্রেস দুপুরবেলায়। বাকি ক্ষেত্রে যাত্রীদের নির্ভর থাকতে হয় সরকারি বাসের উপর। সরকারি বাসের উপর নির্ভরশীল হলেও অনেকেই জানেন না কোন কোন সময় বাস রয়েছে।

সিউড়ি থেকে কলকাতা, দিঘা ও করুণাময়ী যাওয়ার বাসের তালিকা ও সময়সূচী (দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা)

ভোর ০৩:৪৫ – সিউড়ি থেকে কলকাতা।

ভোর : ৪:১৫ – সিউড়ি থেকে দিঘা ভায়া কলকাতা।

ভোর ৪:৩০ : সিউড়ি থেকে কলকাতা ভায়া শ্রীনিকেতন।

সকাল ৫:০০ – সিউড়ি থেকে কলকাতা।

সকাল ৬:০০ – বোলপুর, নানুর, বাসাপাড়া হয়ে বর্ধমান।

এরপর সোজা কলকাতা পর্যন্ত যে সকল বাসগুলি রয়েছে সেগুলি হল সকাল ৬:৩০, ৭:৩০, ৮:৩০, ৯:৩০, ১০:৩০, ১১:৩০, দুপুর ১২:১৫, দুপুর ২:০০, দুপুর ৩:১৫।

দুপুর ১:১৫ মিনিটে কলকাতা থেকে সুরসুনা যাওয়ার একটি বাস রয়েছে।

সিউড়ি থেকে করুনাময়ী যাওয়ার যে সকল বাস রয়েছে সেগুলি হল ভোর ৪:৪০, সকাল ৮:০০ এবং দুপুর ২:৩০ মিনিটে।

কলকাতা থেকে সিউড়ি বাসের তালিকা ও সময়সূচী (দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা)

কলকাতা থেকে সিউড়ি যে সকল বাস রয়েছে সেগুলি হল ভোর ৪:৪৫, ৫:৩০, সকাল ৬:১৫, সকাল ৬:৫৫ (তারাপীঠ অব্দি), সকাল ৮:০০, সকাল ৮:১৫ (রামপুরহাট পর্যন্ত), ৯:৩০ (সিউড়ি হয়ে হরিশপুর), ১০:১৫, ১১:৩০, দুপুর ১২:০০, ১:০০, ১:৩০, ২:০০, ২:১৫, ৩:১৫, বিকাল ৪:০০, ৫:০০, ৬:০০।

করুণাময়ী থেকে সিউড়ি পর্যন্ত যে সকল বাস রয়েছে সেগুলি হল সকাল ৬:০০, দুপুর ১২:১০, বিকাল ৪:৩০ টে।

আরও পড়ুনঃ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার ন’টি আগ্নেয়াস্ত্র

এই সকল বাসগুলির ক্ষেত্রে অগ্রিম ৩০ দিনের টিকিট বুকিং করা যাবে। অনলাইন থেকেও টিকিট বুকিং করার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধির দাবিতে ICT কর্মীদের বিক্ষোভ, ডেপুটেশন

https://online.sbstcbooking.co.in/ –  ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।

এছাড়াও টিকিট বুকিং করতে পারবেন কাউন্টার থেকে। কাউন্টার থেকে টিকিট বুকিং করার জন্য কাউন্টার খোলার ব্যবস্থা রয়েছে প্রতিদিন ভোর ৪টে থেকে দুপুর ১:৩০ পর্যন্ত এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Madhab Das

First published:

Tags: Birbhum, Sbstc, Suri

Source: https://bengali.news18.com/news/birbhum/suri-to-kolkata-govt-bus-service-details-and-time-table-826121.html