আজ মুম্বাই-কলকাতা মুখোমুখি – kalerkantho

কলকাতা নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা পাঁচ হারের পর শেষ পাঁচ ম্যাচে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সের। প্লে-অফে উঠতে গেলে এমনটাই অঙ্ক ছিল কেকেআরের সামনে। রাজস্থানকে হারিয়ে সেই অভিযান শুরু করলেও শনিবার লখনউয়ের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে কেকেআর, হেরেছে ৭৫ রানে। এমন অবস্থায় আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কলকাতা।

বিজ্ঞাপন

আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআরের রেকর্ড সবচেয়ে খারাপ। তবে প্রথম সাক্ষাতে রোহিত শর্মার দলকে হারিয়েছিলেন শ্রেয়াস আইয়াররা। কিন্তু দ্বিতীয় সাক্ষাতের আগে দু’দলের অবস্থা দু’রকম। মুম্বাই যেখানে টানা নয় ম্যাচে হারের পর শেষ দু’টিতে জিতেছে, কলকাতা সেখানে গত ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে।

এরই মধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বাই। কলকাতার আশা এখনো বেঁচে রয়েছে। ফলে আজ মুম্বাই যে চাপমুক্ত হয়ে খেলতে নামবে তা নিয়ে সন্দেহ নেই। কলকাতার কাছে পাহাড়প্রমাণ চাপ থাকবে নিজেদের প্লে-অফের লড়াইয়ে টিকিয়ে রাখার। একটি ম্যাচে পা ফস্কানো মানেই এবারের মতো আইপিএল শেষ।

Source: https://www.kalerkantho.com/online/sport/2022/05/09/1144651