শ্রেয়া ঘোষালকে আমন্ত্রণ জানিয়ে প্রতারণার ফাঁদে কলকাতা মিশন – নয়া দিগন্ত

কলকাতা নিউজ

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়ে অনলাইন জালিয়াতদের প্রতারণার ফাঁদে পড়ে আট লাখ টাকা খুইয়েছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। প্রতারণার ঘটনায় কলকাতার আদালত মামলা দায়ের করেছে মিশন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নামে মুম্বাইভিত্তিক একটি সংস্থার মাধ্যম কলকাতা মিশন শ্রেয়া ঘোষালকে গত জানুয়ারিতে বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছিল। সংস্থাটির বিষয়ে উপ-হাইকমিশনকে খোঁজ দিয়েছিলেন চিরন্তন বন্দ্যোপাধ্যায় নামে কলকাতার এক শিল্পী। শ্রেয়ার সাথে অনুষ্ঠানের চুক্তির জন্য সংস্থাটির পরিচালক কৃষ্ণ শর্মার ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম আট লাখ টাকা পাঠানো হয়। পরে শ্রেয়া ঘোষালের স্বাক্ষরযুক্ত একটি ই-মেইল আইডি থেকে ধন্যবাদ জানিয়ে মেইল করে মিশনকে অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এমনকি ওই ই-মেইল অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানের সময় ঢাকার ভালো পাঁচতারা হোটেলে দুটি রুম বুক করারও অনুরোধ জানানো হয়। কিন্তু অনুষ্ঠানের দিন এগিয়ে এলেও হিটমেকার্স সংস্থার কাছ থেকে আর কোনো সাড়াশব্দ না পেয়ে নড়েচড়ে বসে কলকাতার উপ-হাইকমিশন। শ্রেয়া ঘোষালের সাথে যোগাযোগের চেষ্টা করে মিশন। এ সময় প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এরপর কলকাতা পুলিশের দ্বারস্থ হয় মিশন কর্তৃপক্ষ।
এ ঘটনায় কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু চিরন্তন বলছেন, তিনিও ওই সংস্থার কাছে প্রতারণার শিকার হয়েছেন। তিনি অভিযোগের আঙুল তুলেছেন প্রসেনজিৎ চক্রবর্তী ওরফে প্রিন্স নামে অপর এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রিন্স পলাতক রয়েছেন।
মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাস কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এ প্রতারণা তদন্তের নির্দেশ দিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

Source: https://www.dailynayadiganta.com/city/661201/-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8