IPL 2022: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ, কোন দলে কোন চমক? – Oneindia Bengali

কলকাতা নিউজ

Cricket

oi-Manojit Maulik

Google Oneindia Bengali News
image

আইপিএলের ম্যাচে কাল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনের অরেঞ্জ আর্মি প্রথম দুটি ম্যাচ হারলেও চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সকে পরপর হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে। কেকেআর ৫টি ম্যাচ খেলেছে, জিতেছে তিনটিতে (চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স), পরাস্ত হয়েছে আরসিবি ও আগের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের কাছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ কাল যেমন জয়ের হ্যাটট্রিক সারার লক্ষ্যে নামবে, কেকেআর চাইবে জয়ের সরণিতে ফিরতে। পরিসংখ্যানের বিচারে অবশ্য ফেভারিট কেকেআরই। দুই দলের পারস্পরিক ২১টি সাক্ষাতে কেকেআর জিতেছে ১৪টিতে, সানরাইজার্স ৭টিতে। ২০১৯ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে শেষবার কেকেআরকে হারিয়েছিল হায়দরাবাদ। তারপর থেকে টানা চারটি ম্যাচে সানরাইজার্সকে হারিয়েছে নাইটরা। গতবারের আইপিএলে কলকাতা প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে জিতেছিল ১০ রানে, দ্বিতীয় সাক্ষাতে জয় এসেছিল ৬ উইকেটে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক শর্মা, কেন উইলিয়ামসনের ফর্মে থাকা ইতিবাচক দিক। রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরাণও ব্যাট হাতে ভরসা দিচ্ছেন। চোটের কারণে ওয়াশিংটন সুন্দরকে তারা আগামী দুটি ম্যাচে পাবে না। ডেথ ওভারে টি নটরাজন, ভুবনেশ্বর কুমারদের এবার বড় পরীক্ষা কেকেআরের আগ্রাসী ব্যাটারদের বিরুদ্ধে। কেকেআর তিনটি ম্য়াচই জিতেছে রান তাড়া করে। আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সরা ঝড় তুললেও ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানাদের থেকে বড় রান প্রত্যাশা করবে নাইট শিবির। বোলিং বিভাগ নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। নতুন বলে বিপক্ষকে ভাঙতে ভূমিকা নিচ্ছেন উমেশ যাদব। সুনীল নারিনের সঙ্গে আরও বৈচিত্র্য নিয়ে তৈরি হচ্ছেন বরুণ চক্রবর্তীও।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ

অসুস্থতা কাটিয়ে ম্যাচ ফিট হলেও স্যাম বিলিংস প্রথম একাদশে নাও থাকতে পারেন। খেলানো হতে পারে অ্যারন ফিঞ্চকে, ওপেনিং শক্তিশালী করতে। অজিঙ্ক রাহানেকে বাইরে রেখে সেক্ষেত্রে শেল্ডন জ্যাকসন উইকেটের পিছনে দাঁড়াতে পারেন। রাহুল ত্রিপাঠী টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন। তবে এটা ক্র্যাম্পের কারণেই বলে জানিয়েছেন সানরাইজার্স হেড কোচ টম মুডি। ত্রিপাঠীকে তিনেই খেলাতে চাইছে সানরাইজার্স। ওয়াশিংটন সুন্দরের জায়গায় জগদীশা সুচিথ, শ্রেয়স গোপাল ও আবদুল সামাদের মধ্যে কাকে সানরাইজার্স বেছে নেয় সেটা দেখার।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), নীতীশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, রাসিখ সালাম দার, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন।

English summary

IPL 2022: Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Match Preview, Head To Head Records With Probable XI. SRH Have Defeated KKR Last Time In 2019.

Story first published: Thursday, April 14, 2022, 22:20 [IST]

Source: https://bengali.oneindia.com/news/cricket/ipl-2022-kolkata-knight-riders-vs-sunrisers-hyderabad-preview-head-to-head-records-probable-xi-160095.html