টসে জিতে ফিল্ডিংয়ে কলকাতা – news

কলকাতা নিউজ

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার ( ১ এপ্রিল) দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে নাইটরা।

চেন্নাইকে হারিয়ে আসরে শুভসূচনা করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে কিছুটা ব্যাকপুটে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বিরাট কোহলিদের পাহাড় সমান লক্ষ্য টপকে আসরে প্রথম ম্যাচে জিতে দারুণ ছন্দে আছে মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাব।

দিল্লী থেকে এসে এবারই কলকাতায় যোগ দেন শ্রেয়াস আইয়ার। ইংলিশ ব্যাটার ইয়ন মরগানের বাজে পারফরম্যান্সের কারণে এবার তাকে আর দলে ভেড়ায়নি নাইট রাইডার্স। ফলে একজন অধিনায়কের খোঁজে মেগা নিলাম থেকে শেষ পর্যন্ত আইয়ারকে দলে ভেড়ায় কলকাতা। যোগ্যতার প্রমাণ দিয়ে আইয়ার প্রথম ম্যাচে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

কলকাতার বোলিংয়ে পরাস্ত হয়ে চেন্নাই নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তোলে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নাইট শিবির। তবে দ্বিতীয় ম্যাচে তারা হারে বাজে ব্যাটিং করে। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথমে ব্যাট করে ১২৮ রানে গুটিয়ে যায় আইয়ারের দল। বোলাররা লড়াই জমালে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় তুলে নেয় কোহলিরা।

অন্যদিকে প্রথমবার অধিনায়কত্ব পেয়ে বেশ পুরপুরে মায়াঙ্ক আগারওয়াল। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য তারা টপকে যায় এক ওভার ও ৫ উইকেট হাতে রেখে।

কলকাতা নাইট রাইডার্স একাদশআজিঙ্কা রাহানে, ভেঙ্কাটেস আইয়ার, নিতিশ রানা, শ্রেয়াস আইয়ার, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব ও ভরুন চক্রবর্তী।

পাঞ্জাব কিংস একাদশ

শেখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপাকসে, ওডেন স্মিথ, শাহরুখ খান, রাজ বাওয়া, হারপ্রীত বার, আর্শদীপ সিং, সন্দীপ শর্মা, রাহুল চাহার।

এবিএন/মমিন/জসিম

Source: https://www.abnews24.com/sports/181082/%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE’