কলকাতা উপ-দূতাবাসে গণহত্যা দিবস পালিত – Bangla Tribune

কলকাতা নিউজ

আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে পালিত হলো গণহত্যা দিবস। বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রেরিত বানী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার) মো. বশির উদ্দিন। এরপর গণহত্যা দিবস নিয়ে নির্মিত দুটো তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপ-হাইকমিশনার তৌফিক হাসান স্বাগত ভাষন দেন। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। 

বিশেষ অতিথির বক্তব্যে দূরদর্শন কলকাতার সাবেক পরিচালক অভিজিত দাশগুপ্ত তার বক্তব্যে গণহত্যার প্রমাণে ১৯৭১ সালের বিভিন্ন ছবি বিদেশের বিভিন্ন আর্কাইভ থেকে সংগ্রহের সরকারি উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।  

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর বলেন, আন্তর্জাতিক স্বীকৃত তথ্য অনুসারেই ২৫ মার্চ ঢাকায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। সেই গণহত্যার ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে।

Source: https://www.banglatribune.com/foreign/india/735274/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%AA-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4