কলকাতা বিপজ্জনক, ২০৫০-এর মধ্যে সাইক্লোন, খরা, আবহাওয়া পরিবর্তন বহু মানুষের মৃত্যুর কারণ হবে-জাতিসংঘ রিপোর্ট – মানবজমিন

কলকাতা নিউজ

আবহাওয়া পরিবর্তন কলকাতাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক শহরে পরিণত করবে ২০৫০ সালের মধ্যে। জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত বিশেষ কমিটির ৩৬৭৬ পাতার রিপোর্টে এই আশঙ্কাই ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘের এই গোপন রিপোর্ট মানবজমিন-এর হাতে এসেছে। এতে বলা হয়েছে যে, বিশ্বের আরও ছটি শহর বিপজ্জনক, তবে সবথেকে খারাপ অবস্থা কলকাতার। বাকি শহরগুলো হলো- টোকিও, ওসাকা, করাচি, মানিলা, তিয়াঞ্জিন ও জাকার্তা। রিপোর্টে কলকাতা যে শুধু সাইক্লোন বা খরার হাতে পড়বে তা বলা হয়নি, জলস্ফীতি ভয়াবহ বন্যারও সৃষ্টি করবে তা জানানো হয়েছে।

মানুষের মৃত্যু ছাড়াও ২০৫০ এর মধ্যে কলকাতার আর্থিক ক্ষতির পরিমাণ এস্টিমেট করা হয়েছে এই রিপোর্টে। তা দাঁড়াবে প্রায় আড়াই লক্ষ কোটি টাকার মতো।

দুহাজার কুড়ি সালে যে আমফান এসেছিলো তার ক্ষতি প্রায় একলক্ষ কোটি টাকা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। বিশিষ্ট আবহাওয়া বিজ্ঞানী রক্সি কল এর মতে, কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা অত্যন্ত বিপজ্জনক এবং স্পর্শকাতর। এখনই ব্যবস্থা না নিলে ২০৫০-এর মধ্যে কলকাতা বিভৎস চেহারা নেবে বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Source: https://m.mzamin.com/article.php?mzamin=320675